হেলাল উদ্দীন, বাগমারা : বাগমারায় জামায়াতের উদ্যোগে যুব ও খেলোয়াড়দের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা সদর ভবানীগঞ্জ শিশু শিল্পকলা একাডেমীর চত্বরে অনুষ্ঠিত যুব ও খেলোয়াড় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, রাজশাহী জেলা জামায়াতের নায়েবে আমীর মইনুল হোসেন শেখ।
বাগমারা উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক ছিলেন, জামায়াতের রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুল বারী সরদার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, রাজশাহী জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য এফ এম ইসমাইল আলম আল-হাসানী, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক জেলা নায়েবে আমীর মাষ্টার আব্দুল আহাদ কবিরাজ, উপজেলা জামায়াতের আমীর মাষ্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি সহকারি অধ্যাপক অহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক সিরাজুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর আমীর আশিকুর রহমান আশিক, জামায়াত নেতা শহিদুজ্জামান মীরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তাগণ আগামী দিনের কর্ণধর যুব সমাজের গুরুত্ব ও ভূমিকা নিয়ে আলোচনাসহ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে জামায়াতে প্রার্থী ডাঃ আব্দুল বারীকে ভোট দিয়ে পরিচ্ছন্ন ও উন্নত বাগমারা গড়ার জন্য প্রার্থনা করা হয়।

