হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের মুগাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে সুধী সমাবেশ ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের একক প্রার্থী ডা. আব্দুল বারী। তিনি বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। যার যা প্রাপ্য, তাকে তা দেওয়া হবে। ঘুষ ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। জামায়াত সবসময় দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করে।”
এর আগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি বলেন, “মা-বোনদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি যোগ্যতা অনুযায়ী তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।”
সমাবেশে প্রধান আলোচক ছিলেন উপজেলা জামায়াতের আমির মাস্টার কামরুজ্জামান হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম এবং শুরা ও কর্মপরিষদ সদস্য আইনাল হক। সমাবেশের সভাপতিত্ব করেন আউচপাড়া ইউনিয়ন জামায়াতের আমির আল আমিন হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপক আফজাল হোসেন, সভাপতি – যুব বিভাগ, আউচপাড়া ইউনিয়ন জামায়াত।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক ও সেক্রেটারি রফিকুল ইসলাম। আলোচনা শুরুর আগে মুগাইপাড়া বাজার এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন অতিথিরা। এ সময় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

