নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। বিকাল ৪:০৮। ৪ নভেম্বর, ২০২৫।

বাগমারায় ডিএম জিয়া বিএনপির মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বসিত তৃণমূল

নভেম্বর ৩, ২০২৫ ৯:৩৩
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় ডিএম জিয়াউর রহমান জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বসিত তৃণমূলের স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। গতকাল সোমবার সন্ধায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের মহাসচিব ফকরুল ইসলাম আলমগীর ২৩৭ জন একক প্রার্থীর নাম ঘোষণা করেন।

রাজশাহী-৪ বাগমারা আসনে উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়ার নাম ঘোষণা করলে ১৬ টি ইউনিয়ন এবং ২ টি পৌরসভার সর্বস্তরের জনগণকে উচ্ছ্বসিত দেখা গেছে।
বিএনপির উপজেলা সদর ভবানীগঞ্জ প্রধান কার্যালয় থেকে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের ডি এম জিয়া বলেন, বিএনপি বৃহৎ দল। যোগ্য প্রার্থীর অভাব নেই। যাঁরা মনোনয়ন চেয়ে ছিলেন তাঁরা সবাই যোগ্য। মনোনয়ন তো একজনই পাবেন। সবাইকে নিয়ে আমাদের স্বপ্নের অত্যাধুনিক বাগমারা গড়তে হবে। তিনি দলীয় নেতৃবৃন্দকে অতি উৎসাহিত হয়ে কোন কিছু না করার অনুরোধ জানিয়েছেন। ডিএম জিয়া, মনোনয়নকে কেন্দ্র করে কোন প্রকার মিছিল, মিটিং , মিষ্টি বিতরণ থেকে সবাইকে বিরত থাকার আকুল আবেদন জানিয়েছেন। বিএনপি থেকে তাঁকে মনোনয়ন দেয়ায় দলের হাইকমান্ড সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  বাগমারায় আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ডিএম জিয়াউর রহমান জিয়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগমারার সর্বস্তরের জনগণের নিকট দোয়া, সমর্থন এবং সর্বোপরি ধানের শীষে ভোট প্রার্থনা করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।