নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ১২:০৮। ৭ নভেম্বর, ২০২৫।

বাগমারায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের ঘটনায় সংবাদ সম্মেলন

নভেম্বর ৬, ২০২৫ ৬:৫৮
Link Copied!

হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারায় রাজনৈতিক প্রতিহিংসার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা হাবিবুর রহমান।

বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ সংলগ্ন সেই পুকুরপাড়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন,

“অজ্ঞাত দুর্বৃত্তরা গভীর রাতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় দুই কোটি টাকার মাছ নষ্ট করেছে। এ ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন, এ ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ড এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করছে। প্রশাসনকে অনুরোধ করছি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

সোমবার দিবাগত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা আমার মালিকানাধীন পুকুরে বিষ প্রয়োগ করে। ফলে বিপুল পরিমাণ মাছ মরে ভেসে ওঠে। এতে আনুমানিক ক্ষতির পরিমাণ ২ কোটি টাকা।

হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, আমি বিএনপির মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেনের অনুসারী। রাজনৈতিক কারণে আমার পুকুরে বিষ প্রয়োগ করে এ ক্ষতি করা হয়েছে।

দীর্ঘদিন ধরে আমি মাছ চাষ ও ইটভাটার ব্যবসার সঙ্গে জড়িত। একটি পক্ষ রাজনৈতিক কারণে আমাকে হুমকি দিয়ে আসছিল। দ্রুত সময়ের মধ্যে ঘটনা সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি।

এই ঘটনায় বাগমারা থানায় বোয়ালিয়া গ্রামের আয়নাল হকের নাম উল্লেখসহ বেশ কয়েকজনকে অজ্ঞাতে দেখিয়ে একটি অভিযোগ দায়ের করে ক্ষতিগ্রস্ত চেয়ারম্যান হাবিবুর রহমান।

সংবাদ সম্মেলনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মাষ্টার আনিসুর রহমান সাবেক, আব্দুস সালাম, আহসান হাবিব, আনোয়ার পারভেজ, আব্দুর রউফ, রেজাউল করিম, ফিরোজুল ইসলাম সহ এলাকারবাসী।

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনায় খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।