নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ২:৩১। ১০ নভেম্বর, ২০২৫।

বাগমারায় যুবদল নেতার বাসার সামনে দুর্বৃত্তদের রাখা ককটেল, এলাকা জুড়ে আতঙ্ক

নভেম্বর ৯, ২০২৫ ৯:৪৪
Link Copied!

হেলাল উদ্দীন,বাগমার : রাজশাহী-৪( বাগমারা) আসনের বিএনপির মনোনয়ন বঞ্চিত জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম (টুটুল) এর গ্রামের বাড়ির পাশ থেকে এবার দুইটা তাজা ককটেল সদৃশ বস্ত উদ্ধার করেছে পুলিশ। ককটেল রেখে আতঙ্ক সৃষ্টির জন্য প্রতিপক্ষ কেউ এই কাজ করেছে বলে অভিযোগ করা হয়। আগের রাতে ওই প্রার্থীর শ্বশুর বাড়িতে একই ধরনের ককটেল হামলা চালানো হয়েছে। এছাড়াও মনোনয়ন বঞ্চিত আরেক প্রার্থী কামাল হোসেনের চাচার দিঘিতেও বিষ দিয়ে মাছ মেরে ফেলা হয়।

রেজাউল করিম (টুটুল) পরিবার নিয়ে রাজশাহী শহরে বসবাস করেন। তাঁর গ্রামের বাড়ি উপজেলার শুভডাঙ্গার ইউনিয়নের বুজরুক কৌড় গ্রামে।

রাজশাহী-৪( বাগমারা) আসনে রেজাউল করিমসহ তিনজন প্রার্থী মনোনয়নের জন্য ঢাকায় গিয়ে অনলাইনে তারেক রহমানের কাছে সাক্ষাৎকার দেন। এই আসনে দলের মনোনয়ন পেয়েছেন বিএনপির উপজেলা শাখার আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরের দিকে যুবদল নেতা রেজাউল করিম (টুটুল) এঁর বুজরুক কৌড় গ্রামের বাড়ির দরজার সামনে সাদা পলিথিনে মোড়ানো দুইটা কৌটা দেখতে পান গৃহপরিচারিকা। তাৃর সন্দেহ হলে তিনি প্রতিবেশীদের দেখান। আশপাশের লোকজন এসে সেটাকে ককটেল বলে ধারণা করলে থানায় খবর দেওয়া হয়। পরে দুপুর একটার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে পলিথিনে মোড়ানো ককটেল সদৃশ দুইটা বস্ত উদ্ধার করে নিয়ে যায়।

রেজাউল করিম ( টুটুল) জানান, গত রাতে গোবিন্দপাড়া ইউনিয়নের শান্তিপুরে তাঁর শ্বশুর বাড়িতে ককটেল হামলা চালানো হয়। এতো বিকট শব্দসহ এলাকা ধোঁয়াই আচ্ছন্ন হয়ে যায়। একই ধরনের ককটেল তাঁর বাড়ির সামনে রেখে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, মনোনয়ন বঞ্চিত শুধু তিনি একা নন, অপর আরেক প্রার্থীর স্বজন ও সমর্থকদের বিভিন্ন ভাবে ক্ষতি করা হচ্ছে। এটা দলীয় সম্প্রতি নষ্ট করছে। শান্তির বাগমারা অশান্তির দিকে যাচ্ছে।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম, দুইটা ককটেল জাতীয় বস্ত উদ্ধারের কথা স্বীকার করে বলেছেন, বোমা বিশেষজ্ঞরা এটার বিষয়ে বলতে পারবেন। তাদের সহায়তা চাওয়া হবে। একরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতি পুলিশ নজর রাখছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।