নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। বিকাল ৪:৫৯। ১৫ জুলাই, ২০২৫।

ভরা মঞ্চে পোশাক নিয়ে বিপাকে বিয়ন্সে, সামলে নিলেন নিজেই!

জুন ১৪, ২০২৫ ৯:৪৭
Link Copied!

অনলাইন ডেস্ক : আধুনিক পপ সংগীতের রানী তথা ‘কুইন বি’ নামে খ্যাত মার্কিন গায়িকা বিয়ন্সে। বিশ্বের নামী এই তারকা ক্যারিয়ারে অর্জন করেছেন অসংখ্য সম্মাননা। সম্প্রতি একটি কনসার্ট ট্যুরে অংশ নিয়েছেন এই শিল্পী। কিন্তু সেই ট্যুরে গিয়েই বিপাকে পড়েছেন বিয়ন্সে। কারণ, ভরা মঞ্চে পারফর্ম করার সময় খুলে যায় তার পোশাক; আর তা বিচক্ষণতার সাথেই সামলে নেন এই শিল্পী।

সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, সে সময় ২০২২ সালে মুক্তি পাওয়া ‘রেনেসাঁ’ অ্যালবাম থেকে ‘আই অ্যাম দ্যাট গার্ল’ গানটি গাইছিলেন বিয়ন্সে। গায়িকার চোখে তখন রোদচশমা। মিউজিকের সঙ্গে তাল মিলিয়ে নাচও করছিলেন তিনি। নাচ করতে করতে এক পা মঞ্চে ফেলে দাঁড়িয়ে পড়লেন বিয়ন্সে। পা ফেলার সময় বিয়ন্সের পরনের সোনালি প্যান্টটি খুলে মঞ্চে পড়ে যায়।

আরও পড়ুনঃ  বিকাশ লেনদেনকে কেন্দ্র করে গুলিবর্ষণ, দোকানে অগ্নিসংযোগ

সেই ভিডিওতে দেখা যায়, বিয়ন্সের পেছনে তখনও নৃত্যশিল্পীরা পারফর্ম করে চলেছেন। ভরা মঞ্চে পারফর্ম্যান্সের মাঝে এমন ঘটনা ঘটলে সাধারণত অপ্রস্তুত হয়ে যাওয়ার কথা। গায়িকাও অপ্রস্তুত হয়ে পড়েছিলেন। কিন্তু তা চোখেমুখে ধরা পড়ল না তার। বরং দারুণ কায়দায় নিচে বসে প্যান্টটি তুলে দাঁড়িয়ে পড়লেন তিনি। গায়িকার ঠোঁটে তখন দুষ্টু হাসি।

আরও পড়ুনঃ  বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি খুবই ভালো অবস্থায় আছে: বিশ্বব্যাংক

গায়িকার সাহসিকতার সাক্ষী থাকতে পেরে দর্শকও আর থেমে থাকতে পারলেন না। শিস দিয়ে বিয়ন্সেকে বাহবাই জানালেন তারা। কোমরের কাছে প্যান্টটি ধরে দাঁড়াতেই এক জন নৃত্যশিল্পী এসে তা পরিয়ে দিলেন গায়িকাকে। ততক্ষণে মাইক তুলে গান গাইতে শুরু করে দিয়েছেন বিয়ন্সে।

আরও পড়ুনঃ  জনগণের প্রতিরোধে ফ্যাসিবাদী সরকারকে পিছু হটতে হয়েছিল: অধ্যাপক আলী রীয়াজ

সপ্তাহখানেক আগে লন্ডনের একটি স্টেডিয়ামে ঘটে এই ঘটনাটি। সেই ভিডিও-ই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।