নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। বিকাল ৫:০৮। ৩ সেপ্টেম্বর, ২০২৫।

ভারতে ‘জামাই আদর’ পাবেন, আশা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

সেপ্টেম্বর ৮, ২০২৩ ৪:৩৪
Link Copied!

অনলাইন ডেস্ক: বিশ্বের বৃহৎ ২০ অর্থনীতির দেশের জোট জি-২০ এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

আর ভারতে আসার পথে সাংবাদিকদের ঋষি জানিয়েছেন, তার আশা ভারতের জামাই হিসেবে তিনি নয়াদিল্লিতে জামাই আদর পাবেন।
শনিবার ৯ সেপ্টেম্বর থেকে শুরু করে রোববার ১০ সেপ্টেম্বর পর্যন্ত দুইদিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ঋষি সুনাক এর আগেও ভারত এসেছেন। তবে গত বছর প্রধানমন্ত্রী হওয়ার পর এবং ২০১৯ সালের করোনা মহামারির পর এবারই প্রথমবার দেশটিতে যাচ্ছেন তিনি।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ায় রাতের আঁধারে ব্যাপক ধরপাকড়, ৪০০ বাংলাদেশি আটক

ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক বিয়ে করেছেন দেশটির অন্যতম ধনী ব্যক্তি নারায়ন মূর্তির মেয়ে অক্ষতা মূর্তিকে। আর ভারতীয় নারীকে বিয়ে করায় তাকে ‘ভারতের জামাই’ হিসেবে অভিহিত করা হয়। এছাড়া ধার্মিক হিন্দু হিসেবেও ভারতেও আলাদা কদর পেয়ে থাকেন তিনি।

আরও পড়ুনঃ  আল-আকসা মসজিদের নিচে গোপনে খনন করছে ইসরায়েল

ভারতের বিশেষ অ্যাপ্যায়ন পাওয়ার ব্যাপারে ঋষি সুনাক বলেছেন, ‘এই সফরটি আমার জন্য বিশেষ। আমি এমন একটি দেশে যাচ্ছি যেটি আমার খুব কাছের এবং প্রিয়। গত কয়েক বছর ধরে আমি ভারতে যাইনি।’

তিনি আরও বলেছেন, ‘কোথাও কোথাও দেখেছি আমাকে ভারতের জামাই হিসেবে অভিহিত করা হয়েছে। আমি আশা করি এটি স্নেহের সাথে করা হয়েছে। আমি ভারতে যেতে পেরে আনন্দিত। সফরটিতে অক্ষতাও আমার সঙ্গে যাচ্ছে এটিও অসাধারণ।’

আরও পড়ুনঃ  পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠক ‘লজ্জাজনক’: যুক্তরাষ্ট্র

এদিকে ঋষি সুনাকের সঙ্গে ভারতের বিশেষ সম্পর্ক থাকার বিষয়টিকে কাজে লাগিয়ে দেশটির সঙ্গে ব্যবসায়িকসহ বিভিন্ন চুক্তি করার চেষ্টা করছে যুক্তরাজ্য।

জি-২০ সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার আলাদা দ্বিপক্ষীয় বৈঠক হবে ঋষির। এতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।