নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ১১:৩৪। ২০ নভেম্বর, ২০২৫।

মর্ডান কসমেটিকসে র‍্যাব ও ভোক্তা অধিকার যৌথ অভিযানে ২ লক্ষ টাকা জরিমানা

নভেম্বর ২০, ২০২৫ ৮:১১
Link Copied!

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাইী পুঠিয়া উপজেলার বানেশ্বরে মর্ডান কসমেটিকস অ্যান্ড হারবাল লিমিটেড–এ র‍্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। এতে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে কারখানার বিভিন্ন উৎপাদন ইউনিট ও কাঁচামালের মান যাচাই করেন র‍্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

এসময় ওজনে কম দেয়া, ভেজাল পণ্য উৎপাদন, অনুমোদনবিহীন লেভেলিং ব্যবহারের সত্যতা পাওয়া যায়। এবং লাইসেন্স ছাড়াও ৩ টি পণ্য পাওয়া যায়। পণ্যের লেবেলিং, উৎপাদন পরিবেশ ও সংরক্ষণ ব্যবস্থা নিয়ে খতিয়ে দেখা হয়।

এব্যাপারে পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন, পুঠিয়া উপজেলা প্রশাসন, র‍্যাব ও ভোক্তা অধিকারের সমন্বয়ে বানেশ্বরে মডার্ন কসমেটিকসে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওজনে কম দেয়া, ভেজাল পণ্য উৎপাদন, অনুমোদনবিহীন লেভেলিং ব্যবহারের সত্যতা পাওয়া যায়। এতে করে ২ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে। এসময় বানেশ্বরে অনুমোদনবিহীন অন্যান্য যেসকল প্রতিষ্ঠান রয়েছে তাদের বিরুদ্ধেও খুব দ্রুত সময়ের মধ্যে অভিযান পরিচালনা করা হবে এবং উপজেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।