নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ৩:১৫। ২৪ অক্টোবর, ২০২৫।

মাছের খাদ্যের আড়ালে গাঁজা পাচার গ্রেফতার দুই

ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ৬:১৪
Link Copied!

সুমাইয়া সুলতানা হ্যাপি,পাবনা : মাছের খাদ্যের আড়ালে গাঁজা পাচারের সময় পাবনার বেড়া উপজেলায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২। এ সময় তাঁদের কাছ থেকে ১০৫ কেজি গাঁজা জব্দ করা হয়। বৃহস্পতিবার রাত নয়টার দিকে এ অভিযান চালানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, কুমিল্লার কোতোয়ালি উপজেলার শ্যামপুর গ্রামের রবিউল ইসলাম (৩৫) ও একই জেলার বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের শাহাদত হোসেন (২৪)।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার তৌহিদুল মবিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি ট্রাকে মাছের খাদ্য পরিবহণের আড়ালে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছে। এ সংবাদের পর জেলার বেড়া পৌর সদরের সিঅ্যান্ডবি মোড়ে করতোয়া কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান চালায় র‌্যাবের একটি দল।

এ সময় ঘটনাস্থল দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ১০৫ কেজি গাঁজা, ১০০ বস্তা মাছের খাদ্য ও একটি ট্রাক জব্দ করা হয়।

এ ঘটনায় মামলা দায়ের করে আটক দুজনকে বেড়া মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় র‌্যাব-১২।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ থেকে যে দুইজনকে থানায় সোপর্দ করেছিল তাদের শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

    পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।