নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। ভোর ৫:৩৩। ১৬ অক্টোবর, ২০২৫।

মালাইকার নাচ নিয়ে আপত্তি ছেলের

অক্টোবর ১৫, ২০২৫ ১১:২৭
Link Copied!

অনলাইন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা আরোরা ফের আলোচনায়। সদ্য মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা অভিনীত আসন্ন হরর ছবি ‘থাম্মা’-র নতুন আইটেম গান ‘পয়জন বেবি’। গানটিতে রাশমিকার পাশাপাশি কোমর দুলিয়েছেন ৫২ বছর বয়সী মালাইকা আরোরাও।

আরও পড়ুনঃ  সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব

নাচে এখনও আগের মতোই পারদর্শী মালাইকা; তার পারফরম্যান্সে মুগ্ধ অনেকেই। তবে তার ছেলে আরহান খানের আপত্তি রয়েছে এতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই জানালেন অভিনেত্রী।

মালাইকা বলেন, “আমার ছেলে ‘পয়জন বেবি’ দেখেছে। ও বলেছে, ‘তুমি এরকম নাচতে পারো না!’” যদিও খানিকটা পরে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, ‘ও এভাবে ঠাট্টা করে, মজা করে বলেছিল।’

আরও পড়ুনঃ  আন্দোলনরত শিক্ষকরা ফের শহীদ মিনারে, কাল শাহবাগে ‘ব্লকেড’ কর্মসূচির ঘোষণা

মালাইকা জানান, আরহান শুধু সমালোচনাই করে না, বরং খুব ভালো নাচতেও পারে। গর্ব করে অভিনেত্রী বলেন, ‘ও অসাধারণ নাচে। ধন্যবাদ, ও আমার কাছ থেকেই এই গুণটা পেয়েছে।’

আরও পড়ুনঃ  রাজশাহীতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালন

ছেলের সঙ্গে তার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ বলেও জানান মালাইকা। কখনও কখনও দুজন একসঙ্গে ‘মুন্নি বদনাম হুয়ি’ গান চালিয়ে নাচেন বলেও জানান তিনি।

আরহান খান মালাইকা ও অভিনেতা আরবাজ খানের ছেলে। তিনি এখন পড়াশোনার পাশাপাশি নিজেকে নৃত্যশিল্পী হিসেবেও গড়ে তুলছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।