নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। সন্ধ্যা ৬:১১। ১১ সেপ্টেম্বর, ২০২৫।

মুখোমুখি

সেপ্টেম্বর ১১, ২০২৫ ৮:২৪
Link Copied!

কামাল বারি

সন্ধ্যার সুন্দর অবকাশ— ভরিয়ে তো দাও শরীর জালে!
হাতের দারুণ কসরত— জাল ছুড়েছো অতল জলে মহাকাশে;
বন্দরে বন্দরে জমকাল পোশাক আদি বিদ্যা বয়ন;
মিথ্যা চয়নে খুলেছে তাবৎ তরুণের চোখের মণি!
মুখোমুখি আজ জীবন—জীবাণু!

আরও পড়ুনঃ  পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোটারের মূল্যায়ন হবে: চরমোনাই পীর

রাতের ঊরু আলোছায়া-নীল— ফেনিল পাত্রে কামুক ঠোঁট—
সাঁতরে ফেরে আদিগন্ত ভূগোল— চাকার আয়ু ঘোরে জ্বালাময়ী শব্দজালে—
হায়, সময়রেখায় এইসব লাবণ্য দেখেছি আমি শতচোখে—
এই জলবায়ু আমাদের চুম্বন করে ভীষণ রোষে!
নীল শৃঙ্গারে বিষিয়ে যায় প্রাণ!
শীতসংগীত জটিল উষ্ণতা ভরা…!
শাওন পর্বে প্রলম্বিত দাহকাল!
ফুলে ফলে ব্যাধি… জলে বাতাসে কালচিতানো এডিস শরীর—
এইসব স্বরচিত জীবাণুর মুখোমুখি জীবন!

আরও পড়ুনঃ  ইউক্রেনের মন্ত্রিসভার ভবনে রাশিয়ার হামলা

জীবনের জন্য জীবন দাঁড়াও— হায় নিষ্ঠুর পৃথিবীর!

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।