নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ১:৫৮। ১৪ নভেম্বর, ২০২৫।

মেরুন পোশাকে রাজকীয় আবহে মিম

নভেম্বর ১৩, ২০২৫ ১০:৫০
Link Copied!

অনলাইন ডেস্ক :  ঢাকাই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। বিভিন্ন সিনেমায় অভিনয়ের পাশাপাশি মডেলিং জগতেও তার সরব বিচরণ। বিভিন্ন সময় নানান রূপে-অবতারে নিজেকে মেলে ধরতে পছন্দ করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না।

জন্মদিনের রেশ কাটতে না কাটতেই সামাজিক মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি নিয়ে ভক্তদের মাঝে হাজির হলেন এই অভিনেত্রী। বৃহস্পতিবার দুপুরের দিকে সামাজিক মাধ্যমে এক ডজন ছবি প্রকাশ করেন এই নায়িকা। তার এই লাবণ্য ছড়িয়ে পড়তেই ভক্তদের মাঝে ছড়িয়েছে মুগ্ধতা।

ছবিগুলোতে মিমকে দেখা যায় ক্লাসিক ও আভিজাত্যের এক অনন্য মিশ্রণে। তার পরনে ছিল গাঢ় খয়েরি বা মেরুন রঙের একটি স্লিভলেস, ফ্লোর-টাচ পোশাক, যা তাকে করে তোলে আকর্ষণীয়। পোশাকটির সঙ্গে কোমরে থাকা সরু কালো বেল্ট আলাদা মাত্রা যোগ করে।

এছাড়াও খোলা চুলে ছিল ভিনটেজ ঢেউ, যা তার সাজকে দিয়েছে ‘ওল্ড হলিউড’ গ্ল্যামার। কখনো চোখে স্টাইলিশ রোদচশমা, কখনো বা রোদচশমা মাথার ওপরে রেখে একাধিক পোজে ধরা দিয়েছেন তিনি। মৃদু হাসি আর আত্মবিশ্বাসী ভঙ্গিমায় মিম যেন কোনো প্রাসাদের সামনে দাঁড়িয়ে থাকা এক রাজকুমারী।

মিমের এই ‘মেরুন কুইন’ লুক প্রকাশ্যে আসতেই মন্তব্য বাক্স ভরে উঠেছে ভক্তদের প্রশংসায়। একজন ভক্ত লিখেছেন, ‘আপনাকে রানির মতো লাগছে।’ আরেকজন লিখেছেন, ‘দিন দিন আরও বেশি সুন্দর হচ্ছেন।’ অনেকেই আগুন এবং ভালোবাসার ইমোজি দিয়ে তাদের মুগ্ধতা প্রকাশ করেছেন।

তবে মিমের আরও একটি পরিচয় রয়েছে; তাকে বলা হয় ‘ভ্রমণকন্যা’! চিরচেনা অভিনয় ও মডেলিংয়ের বাইরেও দেশ-বিদেশের নানা প্রান্তে ঘুরে বেড়াতে পছন্দ করেন নায়িকা। কখনো থাইল্যান্ড, কখনো মালদ্বীপ আবার কখনো ইউরোপের কোনো দেশ- প্রায়ই সেখান থেকে নিজেকে মেলে ধরে আলোচনায় আসেন তিনি।

কিছুদিন আগেই জন্মদিন পালন হলো তার; পরিবারের সঙ্গেই কাটিয়েছেন সেই সুন্দর মুহূর্ত। এর দিন দুয়েক বাদে ফের এমন রাজকীয় আবহে নিজেকে মেলে ধরলেন এই ঢালিউড তারকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।