নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ৩:২৩। ১৯ নভেম্বর, ২০২৫।

যশোরে বোমা বিস্ফোরণে আহত বিপ্লবকে ঢাকায় স্থানান্তর

নভেম্বর ১৮, ২০২৫ ১১:১০
Link Copied!

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামে বোমা বিস্ফোরণে বিপ্লব হোসেন (২১) নামে এক তরুণ গুরুতর আহত হয়েছেন। সোমবার গভীর রাতে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত বিপ্লব ওই এলাকার মহসিন হোসেনের ছেলে।

বিপ্লবের মা পারুল বেগম দাবি করেন, রাত প্রায় দুইটার দিকে বাথরুমে যাওয়ার জন্য বাইরে বের হলে হঠাৎ শক্তিশালী বোমাটি বিস্ফোরিত হয়। তাঁর অভিযোগ, অজ্ঞাত কয়েকজন ব্যক্তি অন্য কাউকে লক্ষ্য করে হামলা চালাতে এসে ভুলবশত এ বিস্ফোরণ ঘটায়। তিনি জানান, বিপ্লব মাঠে শ্রমিকের কাজ করেন।

বিস্ফোরণের পর পরিবারের সদস্যরা প্রথমে তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখান থেকে অবস্থার অবনতি হলে আজ মঙ্গলবার যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার বলেন, বিপ্লবের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে বিপ্লব বোমা তৈরি করতে গিয়ে আহত হয়েছেন বলে জানা গেছে। তিনি বলেন, “ঘটনার তদন্ত চলছে।” ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।