নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। বিকাল ৪:৩২। ২০ সেপ্টেম্বর, ২০২৫।

যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

সেপ্টেম্বর ২০, ২০২৫ ১১:১৯
Link Copied!

অনলাইন ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজন গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পাশে একটি বিল্ডিংয়ের ৭ম তলায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় ফ্যাসিবাদের দোসররা ঢুকে আগুন লাগিয়ে লঙ্কাকাণ্ড ঘটিয়েছে : শামা ওবায়েদ

দগ্ধরা হলেন, মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০), এবং তাদের দুই ছেলে তানভীর (৯) ও তাওহীদ (৭)। তুহিন মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কর্মরত। পরিবারটি মাদারীপুর সদর উপজেলায় থাকে।

আরও পড়ুনঃ  প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন

চিকিৎসকরা জানিয়েছেন, চারজনের অবস্থাই গুরুতর। দগ্ধ ইবার বোন ফারজানা আক্তার জানিয়েছেন, শুক্রবার রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় এসি থেকে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে ঘরে আগুন লেগে যায়। এতে তারা চারজনই দগ্ধ হন।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক

তিনি আরও জানান, আশপাশের ভাড়াটিয়ারা আগুন নিয়ন্ত্রণ করে রাতেই তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।