নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। দুপুর ১২:৩৬। ১২ অক্টোবর, ২০২৫।

রাজশাহীতে খালেদ মাসুদ পাইলটকে সংবর্ধনা

অক্টোবর ১০, ২০২৫ ১১:০৩
Link Copied!

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটকে সংবর্ধনা দিয়েছে ‘ফর্মার ক্রিকেটার্স অব রাজশাহী’।

শুক্রবার বিকেলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে বিসিবি পরিচালক ও হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটকে ফুলের মালা পরিয়ে বরণ করেন রাজশাহীর সাবেক সিনিয়র ক্রিকেটার রইস উদ্দিন বাবু ও মাহবুব জামান ভুলু।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

সংবর্ধনা অনুষ্ঠানে খালেদ মাসুদ পাইলট বলেন, ‘আমি ৩ নম্বর ক্যাটাগরি থেকে পরিচালক হয়েছি। আমি রাজশাহীসহ সারা দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করতে চাই।’

আরও পড়ুনঃ  নির্বাচন সুষ্ঠু করাকে জীবনের শেষ সুযোগ হিসেবে দেখছেন সিইসি

অনুষ্ঠানে সোনালী অতীত ক্লাবের নেতৃবৃন্দ, রাজশাহী বিভাগের সাবেক ও বর্তমান খেলোয়াড়, রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের গ্রাউন্ডস কর্মীরা, জাতীয় দলের সাবেক খেলোয়াড় মুসফিক রহমান বাবু ও সাইফুল্লাহ খান জেমসহ রাজশাহীর বিভিন্ন ক্লাবের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।