নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১০:৫৫। ১৪ সেপ্টেম্বর, ২০২৫।

রাজশাহীতে পুলিশের অভিযানে ২ সাইকেল চোর গ্রেপ্তার

সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৫:৩৬
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকায় দুই সাইকেল চোরকে গ্রেপ্তার করেছে আরএমপির ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: শহিদুল ইসলাম রুবেল ওরফে টাইগার রুবেল (৩২) ও মো: গাফ্ফর শেখ (৫০)। শহিদুল ইসলাম রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকার মৃত রমজানের ছেলে ও গাফ্ফর একই থানার খরবোনা নদীর ধার এলাকার মৃত আবু বক্করের ছেলে।

আরও পড়ুনঃ  দুর্গাপুরে পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে মতবিনিময় সভা

পুলিশ সূত্রে জানা যায়, মোছা: মাকসুদা খাতুন, সাধুর মোড়, থানা-বোয়ালিয়া, রাজশাহীর ছেলের ব্যবহৃত সাইকেল গত ৩১ আগস্ট বিকেল ৪টা হতে সন্ধ্যা ৭টার মধ্যে বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকায় মেজর শামস’র বাসার গ্যারেজ থেকে চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী গত ১৩ সেপ্টেম্বর ডিবি অফিসে উপস্থিত হয়ে মৌখিক অভিযোগ দেন।

আরও পড়ুনঃ  ছাত্রীকে যৌন হয়রানি, রাবি শিক্ষক প্রভাস কুমারকে অব্যাহতি

পরবর্তীতে ১৩ সেপ্টেম্বর রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখার এসআই মো: সাহাব উদ্দীন-আল-ফারুক ও তার টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরকে সনাক্ত করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানার সাধুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামি শহিদুল ইসলাম রুবেলকে বাড়ী হতে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে রুবেল চুরির বিষয়টি স্বীকার করে। সে জানায় সাইকেলটি ৯০০ টাকা মূল্যে গাফ্ফার শেখ এর ভাঙ্গারীর দোকানে বিক্রি করেছে। আসামি রুবেলের তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ ভাঙ্গারীর দোকানে অভিযান পরিচালনা করে আসামি গাফ্ফার শেখকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  কোনো ফিলিস্তিন রাষ্ট্র হবে না, এই জায়গা আমাদের: নেতানিয়াহু

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপির বোয়ালিয়া মডেল থানায় চুরির মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।