নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। রাত ১১:৫২। ১৪ জুন, ২০২৫।

রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সেপ্টেম্বর ১২, ২০২৩ ৯:৪১
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৫২ কেজি গাঁজাসহ সংঘবদ্ধ মাদক চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় গোদাগাড়ী উপজেলার চাপাল গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। মঙ্গলবার রাজশাহীর পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।

আরও পড়ুনঃ  চাঁদা না পেয়ে দুই সেনাসদস্যের বাড়িতে আগুন, লুটপাট

গ্রেপ্তার চারজন হলেন- রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকার মো. জামিল (৩৪), গোদাগাড়ী উপজেলার ভাগাইল গ্রামের শাকিব ইসলাম (২২), মহানগরীর কাশিয়াডাঙ্গার তামিম মিয়া (১৯) এবং একই এলাকার মোমিন মিয়া (৫০)।

সংবাদ সম্মেলনে রাজশাহীর এসপি জানান, গোয়েন্দা পুলিশের একটি দল রোববার সন্ধ্যায় গোদাগাড়ী উপজেলার চাপাল এবং তার পাশর্^বর্তী এলাকায় টহলরত ছিল। এসময় একটি ব্যাটারিচালিত রিকশায় ২ জন এবং একটি মোটরসাইকেলে ২ জনসহ মোট ৪ জন মাদককারবারি মাদক বিক্রির উদ্দেশ্যে চাপাল এলাকায় আসেন। মাদকারবারীরা ঘটনাস্থলে পোঁছালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তীর নেতৃত্বে তাদের তল্লাশি করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে মারধরে আহত সাবেক প্রতিমন্ত্রীর চাচাতো ভাইয়ের মৃত্যু

এসময় তাদের কাছ থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশ মাদক কারবারিদের গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশা এবং লাল রঙয়ের ১৫০ সিসি একটি মোটরসাইকেল জব্দ করে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজশাহীর গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান এসপি।

আরও পড়ুনঃ  “দেশের সংকট নিরসনে জাতীয় নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নেই” : মিলন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।