স্টাফ রিপোর্টার : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রাজশাহী বিভাগের ৩৯টি আসনের মধ্যে ৩৪টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। পাঁচটি আসন বাকি রাখা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি, সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে।
রাজশাহীতে মনোনয়ন পেয়েছেন- রাজশাহী-১ মেজর জেনারেল (অব) শরিফ উদ্দিন, রাজশাহী-২ মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ অ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী-৪ ডিএম জিয়াউর রহমান, রাজশাহী-৫ নজরুল ইসলাম, রাজশাহী-৬ আবু সাঈদ চাঁদ। চাঁপাইনবাবগঞ্জে মনোনয়ন পেয়েছেন- চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে সাহাজান মিঞা, চাঁপাইনবাবগঞ্জ-২ আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ হারুনুর রশিদ।
নওগাঁ থেকে মনোনয়ন পেয়েছেন- নওগাঁ-১ মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ শামসুজোহা খান, নওগাঁ-৩ ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ ইকবাল বারী টিপু। নওগাঁ-৫ (সদর) আসন ফাঁকা রাখা হয়েছে। নাটোরে মনোনয়ন পেয়েছেন- নাটোর-১ ফারজানা শারমিন পুতুল ও নাটোর-২ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোর-৩ (সিংড়া) ফাঁকা রাখা হয়েছে।
বগুড়া থেকে মনোনয়ন পেয়েছেন- বগুড়া-১ কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ ফাঁকা রাখা হয়েছে, বগুড়া-৩ আব্দুল মুহিত তালুকদার, বগুড়া-৪ মোশারফ হোসেন, বগুড়া-৫ গোলাম মোহাম্মদ সিরাজম বগুড়া-৬ তারেক রহমান, বগুড়া-৭ বেগম খালেদা জিয়া। জয়পুরহাট-১ মাসুদ রানা প্রধান ও জয়পুরহাট-২ আসনে মনোনয়ন পেয়েছেন আব্দুল বারী।
পাবনা-১ আসনটি ফাঁকা রাখা হয়েছে। পাবনা-২ থেকে মনোনয়ন পেয়েছেন একেএম সেলিম রেজা হাবিব, পাবনা-৩ হাসান জাফির তুহিন, পাবনা-৪ হাবিবুর রহমান হাবিব, পাবনা-৫ শামসুর রহমান শিমুল বিশ্বাস। সিরাজগঞ্জ-১ আসনটি ফাঁকা রাখা হয়েছে। এই জেলা থেকে অন্য আসনে মনোনয়ন পেয়েছেন- সিরাজগঞ্জ-২ ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-৩ ভিপি আয়নুল হক, সিরাজগঞ্জ-৪ এম আকবর আলী, সিরাজগঞ্জ-৫ আমিরুল ইসলাম খান ও সিরাজগঞ্জ-৬ এমএ মুহিত।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে বিএনপি তাদের সম্ভব্য প্রার্থীর নাম ঘোষণা করলো। এর মধ্যে জামায়াত তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে গেল ফেব্রয়ারি মাসে। তবে এখন পর্যন্ত রাজশাহী বিভাগে সম্ভাব্য কোনো প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি জাতীয় নাগরিক পার্টি। তবে অন্যান্য কয়েকটি দল বিভিন্ন আসনে তাদের প্রচারণা চালাচ্ছে।

