নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ৪:৪২। ৫ নভেম্বর, ২০২৫।

রাজশাহী ৫ আসন বিএনপির মনোনয়ন পেলেন অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল

নভেম্বর ৪, ২০২৫ ৮:৪৮
Link Copied!

এস এম আব্দুর রহমান, পুঠিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের জন্য বিএনপি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে মনোনয়ন দিয়েছে। সোমবার (৩ নভেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থীর নাম ঘোষণা করেন।

গত কয়েক মাস ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ৩০০ আসনের জন্য অন্তত ৫টি জরিপ পরিচালনা করেন। এরপর সাংগঠনিক টিমের মতামত গ্রহণের মাধ্যমে সংকটপূর্ণ ক্ষেত্রে ব্যক্তিগতভাবে অথবা স্থায়ী কমিটির সদস্যদের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে আলোচনা করে সমাধান করেন। সর্বশেষ, ২৬ ও ২৭ অক্টোবর বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ৩০০ আসনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখযোগ্য, রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের বিএনপি প্রার্থীদের নির্বাচনী ইতিহাস অনুযায়ী, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে বিএনপির প্রয়াত নেতা এ্যাডভোকেট নাদিম মোস্তফা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। তিনি বিজয়ের লক্ষ্যে প্রার্থীতা জানান দিতে মাঠ চষে বেড়াচ্ছেন। সাথে থাকছে সমর্থকদের বিশাল মোটরসাইকেল বহর। তাকে নিয়ে ভোটারদের মধ্যে আগ্রহ বেড়েছে অনেক বেশি।

১৯৮৮ সালে পুঠিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। ২০০৮ ও ২০১৮ সালে রাজশাহী-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। ২০০৮ সালের সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পরেও চক্রান্ত করে তাকে বঞ্চিত করা হয়। বেশ কয়েকটি ভোট কেন্দ্রে ১০০% এর উপরে ভোটার উপস্থিতি দেখিয়ে আওয়ামী প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়। তার বড় ভাই আলিম উদ্দিন মন্ডল পুঠিয়া বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি। তার আরেক ভাই আব্দুস সাত্তার মন্ডল এই আসনে এমপি নির্বাচিত হন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে। বিভিন্ন সময়ে পুঠিয়া থানা ও রাজশাহী জেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। বর্তমানে তিনি রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন থেকে তিনি মিছিল মিটিং সহ দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় রয়েছেন। বর্তমানে পুঠিয়া-দুর্গাপুরের প্রতিটি হাটবাজারে বিএনপি’র ৩১ দফার পক্ষে গণসংযোগ করছেন তিনি।

অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে আমাদের এলাকায় প্রতিটা কাজ পরিচালনা করছি, মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি। দলের পক্ষে বিভিন্ন সময়ে নির্বাচন করে অনেক ত্যাগ স্বীকার করেছি। সুখে দুঃখে জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। মাঠে ময়দানে বিএনপির ৩১ দফা নিয়ে জনগণের কাছে যাচ্ছি, ব্যাপক সাড়াও পাচ্ছি। দল মনোনয়ন দিয়েছে ধানের শীষ প্রতীককে বিজয়ী করে রাজশাহী-৫ আসন দলীয় প্রধান বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়া হবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।