নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ৩:৩৪। ১৩ অক্টোবর, ২০২৫।

লন্ডনে অসুস্থ ইলিয়াস কাঞ্চনকে দেখতে গেলেন রোজিনা

অক্টোবর ১২, ২০২৫ ৯:৩২
Link Copied!

অনলাইন ডেস্ক : অভিনয়জগতে একসঙ্গে কাজ করা দুই জনপ্রিয় মুখ—ইলিয়াস কাঞ্চন ও রোজিনা। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন নায়ক ইলিয়াস কাঞ্চন। অসুস্থ ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন মিডিয়া জগতের এক সময়ের সহকর্মী রোজিনা।

জুলাই মাসে প্রথম তিনি জানতে পারেন কাঞ্চনের ব্রেইন টিউমার হওয়ার খবর! সম্প্রতি সেই অভিজ্ঞতার কথা জানিয়ে একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি জুলাইতেই জেনেছিলাম কাঞ্চনের মাথায় টিউমার ধরা পড়েছে। তখন আমি লন্ডনে ছিলাম, কিন্তু দেখা হয়নি। কানাডায় চলে যেতে হয়েছিল, সেখান থেকেই নিয়মিত যোগাযোগ রেখেছি তার পরিবারের সঙ্গে, খোঁজ নিয়েছি তার চিকিৎসার অগ্রগতির।’

আরও পড়ুনঃ  বাঘায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে আটক ৭

তিনি আরও বলেন, ‘সেপ্টেম্বরে আমি কানাডা থেকে লন্ডনে এসে কাঞ্চনের মেয়ের বাসায় গিয়েছিলাম। তখনই তার সঙ্গে দেখা হয়, গল্প করি, ছবি তুলি। অসুস্থ হলেও মানসিকভাবে ভীষণ দৃঢ় মনে হয়েছে তাকে। অসুস্থতার ধকলে কিছুটা বিধ্বস্ত দেখালেও কাঞ্চন দাঁড়িয়ে নামাজ পড়ছে নিয়মিত। ধীরে ধীরে নানা বিষয়ে আমার সঙ্গে কথা বলেছে। ব্রেইনে যেহেতু সমস্যা, মাঝে মাঝে কিছু কথা ভুলে যায়, তবে আমি তাকে ভালোই দেখেছি।’

আরও পড়ুনঃ  রাজশাহী রেলভবনে দুদকের অভিযান

রোজিনা আরও বলেন, ‘কাঞ্চনের সঙ্গে আমি অনেক ছবি করেছি। আমরা প্রায় সমসাময়িক। কাজের প্রতি তার নিষ্ঠা, ভালোবাসা ও অধ্যবসায়ের ফলেই আজও তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে আছেন। মানুষ হিসেবে কাঞ্চন অসাধারণ শান্ত, ভদ্র এবং গভীরভাবে মানবিক একজন মানুষ।’

কয়েকদিন আগে ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। সে সময় এক বিবৃতিতে ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মইন জয় জানান, ‘বাবা বর্তমানে অসুস্থ এবং চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসা চলছে নিয়মিতভাবে। দয়া করে কেউ কোনো গুজবে কান দেবেন না। আমি দেশবাসীসহ সবার কাছে অনুরোধ করছি আপনারা বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।’

আরও পড়ুনঃ  রাজশাহীতে খালেদ মাসুদ পাইলটকে সংবর্ধনা

উল্লেখ্য, ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ড. ভিনায়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। গত আগস্টে তার মাথায় অস্ত্রোপচার হয় এবং বর্তমানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।