নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। বিকাল ৪:৫২। ১২ অক্টোবর, ২০২৫।

শহীদুলসহ সহযাত্রীদের ইসরায়েলের নেগেভ মরুভূমির কারাগারে নেওয়া হয়েছে

অক্টোবর ৯, ২০২৫ ১০:৫৩
Link Copied!

অনলাইন ডেস্ক : গাজাগামী ত্রাণ বহর ফ্রিডম ফ্লোটিলা থেকে আটক হওয়া বাংলাদেশি ফটোগ্রাফার শহীদুল আলম ও ডজনখানেক আন্তর্জাতিক কর্মীকে ইসরায়েলের নেগেভ মরুভূমির কেটসিয়ত কারাগারে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দৃক এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।

দৃক একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটো এজেন্সি ও মিডিয়া প্রতিষ্ঠান, যার প্রতিষ্ঠাতা বিশিষ্ট আলোকচিত্রী শহীদুল আলম।

আরও পড়ুনঃ  সাইবার হামলার শঙ্কা, দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি

‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ এবং ‘আদালাহ–দ্য লিগ্যাল সেন্টার ফর আরব মিনরিটি রাইটস ইন ইসরায়েল’ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দৃক জানিয়েছে, ফ্লোটিলার সকল সাংবাদিক, চিকিৎসাকর্মী, মানবাধিকার কর্মী ও ক্রু সদস্যদের জোরপূর্বক ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে যাওয়ার পর সেখান থেকে মরুভূমির ওই কারাগারে স্থানান্তর করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

দৃকের বিবৃতিতে বলা হয়েছে, আটক ব্যক্তিরা আদালাহ’র আইনজীবীদের জানিয়েছেন যে, ইসরায়েলি বাহিনী কর্তৃক জাহাজ জব্দের পর থেকে তারা বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ফিলিস্তিনিরা প্রতিদিন এর চেয়েও ভয়াবহ সহিংসতার মুখোমুখি হন।’

মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ১০ হাজার ফিলিস্তিনি কেটসিয়ত কারাগারে বন্দি আছেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিশেষ অভিযানে ১ জনসহ গ্রেপ্তার ১৬

দৃকের বিবৃতিতে ফ্রিডম ফ্লোটিলায় আটক সকল কর্মীকে নিঃশর্ত মুক্তি এবং ফিলিস্তিনি রাজনৈতিক বন্দিদের মুক্তি দাবি করা হয়েছে।

বিবৃতির শেষে বলা হয়েছে, ‘ফিলিস্তিন একদিন মুক্ত হবেই।’ এবং বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনের সংগ্রামের প্রতি অব্যাহত সংহতি পুনর্ব্যক্ত করা হয়েছে।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।