নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ২:১৬। ৬ সেপ্টেম্বর, ২০২৫।

আংশিক বৃষ্টি হলেও পাঁচদিন গরমের পূর্বাভাস

সেপ্টেম্বর ৫, ২০২৫ ৮:৩২
Link Copied!

অনলাইন ডেস্ক : সারা দেশে মৌসুমি বায়ুর কার্যকারিতা কমে যাওয়ায় বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেয়েছে। ফলে গরমের দাপটে ভোগান্তিতে পড়েছে জনসাধারণ। তবে আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, আগামী কদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টিহীন এলাকায় গরম আরও তীব্র অনুভূত হবে।

আরও পড়ুনঃ  তানোরে স্বেচ্ছা সেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

তিনি আরও বলেন, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগেও দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ  রাকসু নির্বাচনে সেনাবাহিনী আনার কোনো পরিকল্পনা নেই: উপাচার্য

আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার রাজধানী ঢাকায় সর্বোচ্চ ২১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। দেশের অন্যান্য অঞ্চলেও কোথাও কোথাও হালকা বৃষ্টি হয়েছে। তবে তাপমাত্রা ছিল বেশিরভাগ জায়গায় ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

আরও পড়ুনঃ  এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের সিরিজ জয়

অধিদপ্তরের ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশে বৃষ্টির প্রবণতা তুলনামূলকভাবে কম থাকবে। এই সময়ে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ফলে গরমের প্রকোপ অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।