নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ৩:১১। ১৪ মে, ২০২৫।

আইসিসির অনুমোদন পায়নি মেয়েদের ম্যাচ

মে ৫, ২০২৩ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় দুই দলের সম্মতিতে বাড়তি আরেকটি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

আগামী রোববার সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি হওয়ার কথা। কিন্তু আইসিসি ম্যাচটি অনুমোদন দেয়নি। ফলে পুরোনো সূচিতেই শেষ হলো শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ নারী দলের ওয়ানডে সিরিজ।

সিরিজের প্রথম দুই ম্যাচে ফল না এলেও সিরিজের শেষ ম্যাচে নিগারদের ৫৮ রানে হারিয়েছে স্বাগতিকেরা। সেই জয়ের সৌজন্যে ১-০ ব্যবধানে তিন ম্যাচের সিরিজ জিতেছে শ্রীলঙ্কার মেয়েরা। আর ওয়ানডে সিরিজের ম্যাচগুলো ছিল আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। যে কারণে চাইলেও সিরিজের সূচিতে পরিবর্তন আনতে পারেনি লঙ্কান ক্রিকেট বোর্ড।

আরও পড়ুনঃ  একই দিনে শুরু হচ্ছে আইপিএল ও পিএসএল, প্রভাব পড়বে বাংলাদেশ সিরিজে

শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের ম্যানেজার এস এম গোলাম ফাইয়াজ বিষয়টি নিয়ে বলেছেন, ‘আমরা এখন পর্যন্ত যা জানি, নতুন সূচিতে ৭ তারিখে যে ম্যাচ নেওয়া হয়েছিল, সেটি আর হচ্ছে না। অর্থাৎ ওয়ানডে সিরিজ শেষ।’

আরও পড়ুনঃ  স্কাই স্পোর্টসের বর্ষসেরা একাদশে হামজা চৌধুরী

শুধু তা–ই নয়, বৃষ্টির শঙ্কা আছে ৯ মে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজেও। আগের সূচি অনুযায়ী ৭ মে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা বাংলাদেশ দলের। বৃষ্টির কারণে ম্যাচটি হবে কি না, এ নিয়েও দলের মধ্যে আছে শঙ্কা, ‘আগের সূচিতে সেদিন যে টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ ছিল, বৃষ্টির কারণে সেটিও খেলা যাবে কি না, সেটাও নিশ্চিত নয়।’

আরও পড়ুনঃ  ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জন স্কালোনির, প্রতিক্রিয়ায় যা বললেন

এদিকে চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা হয়নি স্বর্ণা আক্তারের। টি-টোয়েন্টি সিরিজের আগেই তাঁকে দেশে পাঠানো হয়েছে। স্বর্ণার পরিবর্তে দলের সঙ্গে যোগ দিয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটার রুবিয়া হায়দার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।