নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। সকাল ৬:৪৫। ১৬ অক্টোবর, ২০২৫।

আফসার হত্যাকাণ্ড: আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

অক্টোবর ৫, ২০২৫ ১০:৪৪
Link Copied!

জহিরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আফসার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। পরিবারের অভিযোগ ২০ দিনেও আসামি ধরতে পারেনি পুলিশ।

রোববার (৫ অক্টোবর) বেলা ১১টায় ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া নামক স্থানে এ মানববন্ধন ও বিক্ষোভ করে স্থানীয়রা।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ফ্রিজের কিস্তির টাকার জন্য কেড়ে নেওয়া হলো ভ্যান, প্রাণ দিলেন চালক

মামলার বাদী নিহতের স্ত্রী সেতু বেগম জানান, ‘আমার স্বামীকে গত মাসের (১৬ সেপ্টেম্বর) রাতে বিল্লাল কাজির নেতৃত্বে একদল সন্ত্রাসী বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করেছে। ২০ দিন পার হলেও পুলিশ এখনো আসামি ধরতে পারে নাই। আমরা তিনজনকে ধরিয়ে দিয়েছি। আমাদেরকে আসামিরা মামলা উঠিয়ে নিতে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে। আমি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাই।’

আরও পড়ুনঃ  রাতের অন্ধকারে কোনো নির্বাচন দিতে চাই না: সিইসি

এ বিষয়ে স্থানীয় সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট জহুরুল হক মিঠু বলেন, ‘আমাদের নওপাড়া গ্রামটি শিক্ষিত ও ভদ্র গ্রাম নামে পরিচিত। সেখানে এমন একটি হত্যাকাণ্ড ঘটানো হয়েছে আমরা গ্রামবাসী হিসেবে হত্যাকাণ্ডের জড়িত বিল্লাল কাজী ও তার সাঙ্গপাঙ্গদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

আরও পড়ুনঃ  মিরাজ-রিশাদের ঘূর্ণিতে দুইশর আগেই অলআউট আফগানিস্তান

এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন জানান, আফসার হত্যাকাণ্ডে ইজহার নামীয় ৩ জন আসামিকে গ্রেপ্তার করেছি, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।