নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ২:২১। ১৪ মে, ২০২৫।

ইকুয়েডরে প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী লুইসা গঞ্জালেস এগিয়ে

আগস্ট ২১, ২০২৩ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : ইকুয়েডরে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বামপন্থী আইনজীবী লুইসা গঞ্জালেস এগিয়ে রয়েছেন।
সরকারি তথ্য থেকে এ কথা জানা গেছে।

তবে চূড়ান্ত ফলাফলের জন্যে দ্বিতীয় দফার ভোট পর্যন্ত অপেক্ষা করতে হবে।
রোববার অনুষ্ঠিত নির্বাচনের ৭৪ শতাংশ ভোট গণনা থেকে দেখা গেছে গঞ্জালেস (৪৫) পেয়েছেন মাত্র ৩৩ শতাংশ ভোট। ডানপন্থী প্রার্থী ড্যানিয়েল নোবা (৩৫) পেয়েছেন ২৪ শতাংশ ভোট।
উল্লেখ্য, নির্বাচন শুরুর মাত্র দিনকয়েক আগে দেশটির অপর এক প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিওকে গুলি করে হত্যা করা হয়। এ সময়ে তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন।
এ কারনে নির্বাচনে সহিংসতার আশংকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।