নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। সকাল ৯:০৯। ১৫ মে, ২০২৫।

‘ইন্টারনেট থেকে কৌশল শিখে মোটরসাইকেল চুরি করতেন তাঁরা’

মার্চ ৮, ২০২৩ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

হাফিজুর রহমান হাফিজ,পাবনা : মোটরসাইকেলের লক ভাঙার অভিনব কৌশল ইন্টারনেট থেকে শিখেছেন চোরচক্রের সদস্যেরা। সেই কৌশল কাজে লাগিয়ে চোখের পলকে ১-২ মিনিটের মধ্যে একটি মোটরসাইকেলের লক খুলে চুরি করে নিয়ে যান তাঁরা। চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে এমনই তথ্য পেয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গত ৬ ও ৭ মার্চ পাবনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পাবনা জেলা ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিভিন্ন সময়ে চুরি হওয়া সাতটি গাড়ি জব্দ করা হয়।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা ডিবি পুলিশ কার্যালয়ে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুনসী। এরপর গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  বাগমারায় স্বর্ণ ব্যবসায়ী দম্পতিকে কুপিয়ে বাসায় লুটপাট

গ্রেপ্তারকৃতরা হলেন—পাবনার সুজানগর উপজেলার মানিকদিয়ার গ্রামের মনিরুল শেখ (২০), আতাইকুলা থানার শ্রীকোল চরপাড়া গ্রামের শাহীন আলম সুজন (২৫) ও একই থানার কৈজুরী শ্রীপুর গ্রামের মুরাদ প্রামাণিক (৪৫)।

পুলিশ সুপার আকবর আলী মুনসী জানান, গত ২৭ জানুয়ারি দুপুরে পাবনা সদর উপজেলার দোহারপাড়া জামে মসজিদের সামনে থেকে একটি মোটরসাইকেলটি চুরি করে সংঘবদ্ধ চোরচক্র। এ ঘটনায় মোটরসাইকেল মালিক আহম্মেদ আলী মুন্সী ৮ ফেব্রুয়ারি সদর থানায় একটি মামলা করেন। এরপর ডিবি পুলিশের একটি দল গত ৬ ও ৭ মার্চ পাবনা সদর, আতাইকুলা ও সুজানগর থানা এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় তাদের দেওয়া তথ্যে উদ্ধার করা হয় বিভিন্ন সময় চুরি হওয়া সাতটি চোরাই মোটরসাইকেল।

আরও পড়ুনঃ  রাজশাহীতে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

গ্রেপ্তার শাহীন আলম সুজনের বরাত দিয়ে পুলিশ সুপার আকবর আলী বলেন, ‘ইন্টারনেট থেকে সুজন মোটরসাইকেলের লক খোলার কৌশল শিখেছেন। মূলত লক খোলা বা ভাঙার কাজটা তিনিই করেন। চুরি করার সময় তাঁরা তিনজন ঘটনাস্থলে অবস্থান করেন। একজন মোটরসাইকেলের মালিকের গতিবিধি পর্যবেক্ষণ করেন, একজন মোটরসাইকেলের লক ভাঙেন এবং সব শেষে অন্যজন মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যান। পরে চোরাইকৃত মোটরসাইকেল একজনের গ্যারেজে নিয়ে মোটরসাইকেলের লকসেট, রং পরিবর্তন করে গ্রাহকের কাছে ৪০-৬০ হাজার টাকায় বিক্রি করে। এই গ্রুপের টার্গেট মূলত পালসার মোটরসাইকেল।’

আরও পড়ুনঃ  নগর পুলিশের অভিযানে গাঁজা ও চোলাইমদ উদ্ধার; গ্রেপ্তার ২

এ সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার (এসএএফ) আরজুমান আক্তার, ডিবি পুলিশের ওসি এমরান মাহমুদ তুহিন উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।