নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। ভোর ৫:৪৬। ১৪ মে, ২০২৫।

ইফিতে জয়ার ‘অর্ধাঙ্গিনী’

অক্টোবর ২৭, ২০২৩ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক: এ বছর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়ার (ইফি) প্যানোরমা বিভাগে প্রদর্শিত হবে জয়া আহসান অভিনীত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। ভারতের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই উৎসবে ইন্ডিয়ান প্যানোরমায় প্রদর্শিত হবে ২৫টি ফিচার ও ২০টি নন-ফিচার সিনেমা।

কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘অর্ধাঙ্গিনী’ পশ্চিমবঙ্গের বক্স অফিসেও বেশ ভালো ব্যবসা করেছিল। এতে জয়া ছাড়াও আরও অভিনয় করেছিলেন কৌশিক সেন, চূর্ণী গঙ্গোপাধ্যায়, অম্বরীশ ভট্রাচার্য, লিলি চক্রবর্তী, পূরব শীল আচার্য, অরুণ গুহঠাকুরতা, দামিনী বেণী বসু। সংগীত পরিচালকায় করেছেন অনুপম রায়।

আরও পড়ুনঃ  ছেলেকে নিয়ে অপু বিশ্বাসের আবেগঘন মুহূর্ত, মুগ্ধ ভক্তরা

জয়া আহসানসহ সিনেমার অন্য কলাকুশলীরা উৎসবে অংশ নেওয়ার কথা রয়েছে। বর্তমানে জয়া কলকাতায় আছেন।

২০ নভেম্বর থেকে ইফি শুরু হবে। এতে জয়ার সিনেমাটি ছাড়াও উৎসবে রয়েছে অর্জুন দত্ত পরিচালিত ‘ডিপ ফ্রিজ’ ও সায়ন্তন ঘোষালের ‘রবীন্দ্রকাব্য রহস্য’ নামের দুই বাংলা সিনেমা।

আরও পড়ুনঃ  ‘ওজনের জন্য কাজ না পেলে কিছু যায় আসে না’

এদিকে, শারদীয় দুর্গাপূজার আমেজে পশ্চিমবঙ্গে ১৯ অক্টোবর মুক্তি পেয়েছে জয়া অভিনীত সিনেমা ‘দশম অবতার’। ‘২২শে শ্রাবণ’ ও ‘ভিঞ্চিদা’র সিক্যুয়াল ‘দশম অবতার’। সৃজিত মুখার্জির এ সিনেমায় জয়া ছাড়াও অভিনয়ে আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্ত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।