নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ৮:১৯। ২০ মে, ২০২৫।

ইসরাইলের বন্দরে হামলার হুমকি ইয়েমেন হুথির

মে ২০, ২০২৫ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : ইয়েমেনের হুথিরা সোমবার জানিয়েছে, গাজা যুদ্ধে ইসরাইলি ক্রমবর্ধমান আগ্রাসনের প্রতিশোধ ‘নৌ অবরোধের’ অংশ হিসেবে তারা ইসরাইলের হাইফা বন্দরকে লক্ষ্যবস্তু বানানোর পরিকল্পনা ঘোষণা করেছে।

সানা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

আরও পড়ুনঃ  পুশব্যাক নয়, নিয়ম মেনে ফেরত পাঠানো হবে অবৈধ ভারতীয়দের : স্বরাষ্ট্র উপদেষ্টা

সামরিক মুখপাত্র ইয়েহিয়া সারি বলেন, হুথিরা ‘হাইফা বন্দরের নৌ অবরোধ কার্যকর করার জন্য কাজ শুরু করবে’।

হুথি মুখপাত্র বলেন, এই বন্দরে উপস্থিত বা অভিমুখী জাহাজ সহ সকল কোম্পানিকে এতদ্বারা অবহিত করা হচ্ছে ‘হাইফা বন্দরসহ অন্যান্য এলাকা অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ  কক্সবাজার থেকে উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা

তিনি আরো বলেন ‘আমাদের জনগণ এবং গাজায় ইসরাইলি বাহিনীর বর্বর আগ্রাসনের প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ‘গাজার ওপর আগ্রাসন শেষ হলে এবং অবরোধ তুলে নেওয়ার পরে ইসরাইলের ওপর তাদের আক্রমণ বন্ধ হয়ে যাবে’।

আরও পড়ুনঃ  বাগমারায় ডিস লাইনের বৈদ্যুতিক শকে ঝরে গেল মহিলার তাজা প্রাণ

সোমবারের সকালে, ইসরাইেলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন, তার দেশ সমগ্র গাজার ‘নিয়ন্ত্রণ’ নেবে। উদ্ধারকারীরা নতুন তীব্র আক্রমণে কয়েক ডজন নিহতের কথা জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।