নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১২:৫৫। ১৯ অক্টোবর, ২০২৫।

ঈশ্বরদীতে ট্রেনে হঠাৎ উপচেপড়া ভিড়

অক্টোবর ১৮, ২০২৫ ১০:৩১
Link Copied!

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে বিভিন্ন ট্রেনে হঠাৎ যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। গত দুদিন ধরে প্রতিটি ট্রেনের সবগুলো বগি ও ছাদে কানায় কানায় পরিপূর্ণ যাত্রী।

খোঁজ নিয়ে জানা গেছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে কুষ্টিয়ার ছেউড়িয়ায় আখড়াবাড়িতে বাউল সম্রাট খ্যাত ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান উপলক্ষ্যে ৩ দিন ব্যাপি লালন শরণোৎসবে অংশ নিতে ট্রেনে চেপে ভক্তরা সেখানে যাতায়াত করার কারনে এই ভিড়। শুক্রবার থেকে শুরু হয়ে রোববার (১৯ অক্টোবর) শেষ হবে তিন দিনব্যাপী লালন শরণোৎসব।

আরও পড়ুনঃ  প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট হোক আমরা চাই না: সালাহউদ্দিন

ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশনে গিয়ে দেখা গেছে, রংপুর, সৈয়দপুর, ঠাকুরগাঁও, রাজশাহী, নীলফামারী, চাটমোহর, সিরাজগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে ঈশ্বরদী হয়ে চলাচলকারী ট্রেনগুলো ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে এলে ট্রেনের কামরা, ছাদে এমনকি ইঞ্জিনে চেপে বসছেন যাত্রীরা।

আরও পড়ুনঃ  শেষ মুহূর্তে রাকসু নির্বাচনের আচরণবিধি সংশোধন

এছাড়া সড়ক পথে লালন উৎসবে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে ঈশ্বরদী হয়ে কুষ্টিয়াগামী সড়কে বাস, পিকআপ, মাইক্রো, সিএনজি, অটো এবং অন্যান্য যানবাহনের বাড়তি ভিড় লক্ষ্য করা গেছে। যানবাহন না পেয়ে অনেকে পায়ে হেঁটেও রওয়ানা দিয়েছেন।

নাটোর থেকে আসা কাকলি বাউল বলেন, লালন উৎসবে অংশ নিতে ট্রেন যোগে ঈশ্বরদী এসেছি। এখানে এসে অন্য কোন বাহন না পেয়ে সাঁইজির নামে পায়ে হেঁঁটে রওনা দিয়েছি। হাঁটতে হাঁটতে একসময় গন্তব্যে পৌঁছে যাবো। কাকলি বাউলের মতো অনেকেই তার সাথে হাঁটা শুরু করেছেন। সিরাজগঞ্জ থেকে আসা, মোজাম্মেল চিশতী বলেন, ট্রেনে ঈশ্বরদী এসে নেমেছি। ঈশ্বরদী থেকে কুষ্টিয়া যাওয়ার কোন ট্রেন না পেয়ে সড়ক পথে যানবাহন খুঁজছি।

আরও পড়ুনঃ  নবির শেষের ঝড়ে বড় সংগ্রহ পেল আফগানিস্তান

প্রতিটি ট্রেনের সবগুলো বগি ও ছাদে কানায় কানায় পরিপূর্ণ যাত্রী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।