নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ১২:১৪। ৩০ অক্টোবর, ২০২৫।

এক যুগের অপেক্ষার অবসান নিউজিল্যান্ডের

অক্টোবর ২৯, ২০২৫ ১০:২১
Link Copied!

অনলাইন ডেস্ক : দীর্ঘ ১২ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল নিউজিল্যান্ড। আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে।

সিরিজের প্রথম ওয়ানডে ৪ উইকেটে জিতেছিল কিউইরা। ফলে এক ম্যাচ বাকি থাকতে ২-০ ব্যবধানে এগিয়ে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে ব্ল্যাক-ক্যাপসরা। এতে ২০১৩ সালের পর আবারও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ নিল নিউজিল্যান্ড।

হ্যামিল্টনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। ২৯ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। ৮১ রানে পঞ্চম উইকেট পতনে চাপে পড়ে ইংলিশরা। জেমি স্মিথ ১৩, বেন ডাকেট ১, জো রুট ২৫, জ্যাকব বেথেল ১৮ ও জশ বাটলার ৯ রানে আউট হন।

ষষ্ঠ থেকে অষ্টম উইকেট জুটিতে ৮৩ রান তুলে ইংল্যান্ডকে লড়াকু পুুঁজি এনে দেওয়ার পথ দেখান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ও অধিনায়ক হ্যারি ব্রুক, স্যাম কারান ও জেমি ওভারটন। কিন্তু ১১ রানের ব্যবধানে শেষ ৩ উইকেট শিকার করে ৩৬ ওভারে ইংল্যান্ডকে ১৭৫ রানে আটকে রাখতে বড় অবদান রাখেন নিউজিল্যান্ড পেসার ব্লেয়ার টিকনার।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন জেমি ওভারটন। ২৮ বল খেলে ৪টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। এছাড়া ব্রুক ৩৪ ও কারান ১৭ রান করেন। ৮ ওভারে ৩৪ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন টিকনার।

জবাবে ইনিংসের চতুর্থ বলে খালি হাতে ফিরেন নিউজিল্যান্ড ওপেনার উইল ইয়ং। তিন নম্বরে নেমে ভাল শুরু করেও ২১ রানে থামেন অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসন।

তৃতীয় উইকেটে ৫৯ বলে ৬৩ রানের জুটিতে নিউজিল্যান্ডকে ভাল অবস্থায় নেন রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেল। ৭টি চার ও ১টি ছক্কায় ৫৪ রান করে রবীন্দ্র থামার পর দ্রুত ২ উইকেট হারায় নিউজিল্যান্ড। টম ল্যাথাম ২ ও মাইকেল ব্রেসওয়েল ৫ রানে আউট হন। এতে ১১৮ রানে পঞ্চম উইকেট পতনে ম্যাচ নিয়ে চিন্তায় পড়ে যায় কিউইরা।

কিন্তু ষষ্ঠ উইকেটে মিচেলকে নিয়ে ৩২ বলে ৫৯ রানের ঝড়ো জুটিতে ১০১ বল হাতে রেখে নিউজিল্যান্ডকে জয়ের বন্দরে নেন অধিনায়ক মিচেল স্যান্টনার। ২টি চার ও ৩টি ছক্কায় ১৭ বলে অপরাজিত ৩৪ রান করেন স্যান্টনার। ৫৯ বলে অনবদ্য ৫৬ রান করেন ৬টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারিতে ইনিংস সাজানো মিচেল।

ইংল্যান্ডের জোফরা আর্চার ২৩ রানে ৩ উইকেট নেন। বল হাতে দলের জয়ে অবদান রেখে ম্যাচ সেরা হন টিকনার। আগামী ৩১ অক্টোবর ওয়েলিংটনে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে দু’দল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।