নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। দুপুর ২:৪২। ১৪ অক্টোবর, ২০২৫।

এনসিপির দাবির মধ্যেই ‘শাপলা’ প্রতীকের জন্য আবেদন করলো বাংলাদেশ কংগ্রেস

অক্টোবর ১৩, ২০২৫ ৭:০৫
Link Copied!

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’র দাবি করে আসছে বেশ কিছু ধরেই। এরই মধ্যেই নতুন করে আরেকটি দল নির্বাচন কমিশনের (ইসি) কাছে একই প্রতীক দাবি করেছে।

দলীয় প্রতীক হিসেবে জাতীয় ফুল ‘শাপলা’ বরাদ্দের দাবি জানিয়েছে ‘বাংলাদেশ কংগ্রেস’। বর্তমানে ‘ডাব’ প্রতীক ব্যবহারকারী দলটি সোমবার (১৩ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে এ সংক্রান্ত আবেদনপত্র জমা দেয়।

আরও পড়ুনঃ  ইলিশ সম্পদ সংরক্ষণ ও টেকসই সমৃদ্ধি

কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম স্বাক্ষরিত ওই আবেদনে জানানো হয়, ‘শাপলা’ প্রতীকের প্রথম দাবিদার তারাই এবং যদি কমিশন প্রতীকটি পুনরায় অনুমোদন দেয়, তবে বাংলাদেশ কংগ্রেসকেই অগ্রাধিকার দিতে হবে।

তারা ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ ব্যবহার করে আসছে। দলের প্রথম প্রচারপত্র থেকে শুরু করে সব নথিপত্রে শৈল্পিক ডিজাইনের ‘শাপলা’ লোগো হিসেবে ব্যবহৃত হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

তবে ২০১৭ সালে নিবন্ধনের আবেদন করার সময় নির্বাচন কমিশন ‘শাপলা’কে জাতীয় প্রতীক উল্লেখ করে দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না বলে জানায়। ইসির ওই আপত্তির পর দলটি বিকল্প হিসেবে ‘বই’ প্রতীক প্রস্তাব করে। পরবর্তীতে সুপ্রিম কোর্টের রায়ে বাংলাদেশ কংগ্রেসের নিবন্ধন দেওয়া হলেও, গেজেটভুক্ত প্রতীকের বাইরে প্রতীক দেওয়া সম্ভব নয় জানিয়ে কমিশন তাদের ‘ডাব’ প্রতীক নিতে বাধ্য করে।

আরও পড়ুনঃ  বেনাপোলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চশমা বিতরণ

আবেদনে আরও বলা হয়েছে, সম্প্রতি কিছু নতুন দল থেকেও ‘শাপলা’ প্রতীক চাওয়া হয়েছে। তাই যদি সরকার বা নির্বাচন কমিশন জাতীয় প্রতীক ‘শাপলা’কে রাজনৈতিক প্রতীক হিসেবে ব্যবহারের অনুমতি দেয়, তবে প্রথম দাবিদার হিসেবে ‘বাংলাদেশ কংগ্রেসকেই’ অগ্রাধিকার দিতে হবে।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।