নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ৯:২৫। ৫ নভেম্বর, ২০২৫।

কিউএস র‌্যাঙ্কিংয়ে এশিয়ায় ৩১২তম অবস্থানে রাবি

নভেম্বর ৫, ২০২৫ ৭:৫৩
Link Copied!

রাবি প্রতিনিধি : বিশ্বখ্যাত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস: এশিয়া ২০২৬-এ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্থান পেয়েছে ৩১২তম অবস্থানে। গত বছরের র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ৩২০তম।

২০২৫ সালের ৪ নভেম্বর প্রকাশিত এ তালিকায় রাবির অবস্থান আট ধাপ উন্নতি করেছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মান, গবেষণা কার্যক্রম, প্রকাশনা, শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত এবং আন্তর্জাতিক সহযোগিতার মতো বিভিন্ন মানদণ্ডে এ মূল্যায়ন করা হয়।

রাবির এই অর্জনে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “রাবির এই অগ্রগতি আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল। এই অর্জন বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর অগ্রযাত্রায় সবাইকে আরও অনুপ্রাণিত করবে।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।