নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১২:২০। ২২ অক্টোবর, ২০২৫।

ক্যানসারের আশঙ্কা : হ্যান্ড স্যানিটাইজার থেকে ইথানল বাদ দিতে চায় ইইউ

অক্টোবর ২১, ২০২৫ ৯:২০
Link Copied!

অনলাইন ডেস্ক : করোনা মহামারির সময় থেকে হাত পরিষ্কার ও জীবাণুমুক্ত করার জন্য বিশ্বজুড়ে হ্যান্ড স্যানিটাইজার বাড়ছে। তবে নিয়মিত ও ঘন ঘন এটি ব্যবহার করলে গুরুতর ঝুঁকিরও আশঙ্কা আছে।

সম্প্রতি ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অঙ্গসংস্থা ইউরোপিয়ান কেমিক্যালস এজেন্সি (ইসিএইচএ) জানিয়েছে, নিয়মিত এবং ঘন ঘন স্যানিটাইজারের ব্যবহার মানবদেহে ক্যানসারের আশঙ্কাকে বাড়িয়ে দেয়। গত ১০ অক্টোবর একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইসিএইচএ। সেখানে ইথানলকে একটি বিষাক্ত রাসায়নিক উপাদান উল্লেখ করে বলা হয়েছে, বাজারে বর্তমানে সহজলভ্য হ্যান্ড স্যানিটাইজারগুলোতে যে মাত্রায় ইথানল ব্যবহার করা হচ্ছে, তাতে যারা এসব স্যানিটাইজার নিয়মিত ও ঘন ঘন ব্যবহার করেন— তারা ক্যানসার এবং গর্ভধারণ জটিলতায় আক্রান্ত হতে পারেন।

এই সমস্যার নিদান হিসেবে প্রতিবেদনে হ্যান্ড স্যানিটাইজারে ইথানলের পরিবর্তে মানবস্বাস্থ্যের জন্য হুমকি নয়— এমন রাসায়নিক ব্যবহারের সুপারিশ করেছে ইসিএইচএ।

সেই বিকল্প রাসায়নিক কী হতে পারে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ২৫ নভেম্বর থেকে ২৮ নভেম্বরের মধ্যে বৈঠকে বসবে ইসিএইচএ-এর বিশেষজ্ঞ দল। সেই বৈঠকে গৃহীত সিদ্ধান্ত সুপারিশ আকারে পাঠানো হবে ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী প্রশাসনিক কাঠামো ইউরোপীয় কমিশনের (ইসি) কাছে। তারপর কমিশন এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস আজ মঙ্গলবার নিশ্চিত করেছে এ তথ্য। ইসিএইচএ-এর এক কর্মকর্তা ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, “ইথানল এমনিতে জীবাণুনাশক হিসেবে চমৎকার; কিন্তু বর্তমানে হ্যান্ড স্যানিটাইজারগুলোতে যে মাত্রায় ইথানল ব্যবহার করা হচ্ছে, তা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক।”

“ইসিএইচএ-এর বিশেষজ্ঞ দলের বৈঠকে ইথানলের বিকল্প হিসেবে কী ব্যবহার করা যায়— তা নিয়ে আলোচনা হবে। আর যদি একান্তভাবেই কোনো বিকল্প না পাওয়া যায়, তাহলে হ্যান্ড স্যানিটাইজারে এটির ব্যবহার কমানোর সুপারিশ জানানো হবে”, ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন ওই কর্মকর্তা।

সূত্র : ফিন্যান্সিয়াল টাইমস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।