
স্টাফ রিপোর্টার: ভূমিহীন ও গৃহহীন মুক্ত হয়েছে রাজশাহী বিভাগের তিনটি জেলা। তিনটি জেলার ১৪টি উপজেলায় এখন কোন ভূমিহীন ও গৃহহীন নেই। এই তিন জেলার বাইরের আরও ১৮টি উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হয়েছে। রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ সোমবার দুপুরে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানিয়েছেন। ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলাগুলো হলো- রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট। এই তিন জেলার উপজেলাগুলো হলো- রাজশাহীর পবা, গোদাগাড়ী, তানোর, দুর্গাপুর, পুঠিয়া এবং বাগমারা উপজেলা; চাঁপাইনবাবগঞ্জের সদর, গোমস্তাপুর, ভোলাহাট ও নাচোল উপজেলা; জয়পুরহাটের সদর, আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল উপজেলা। এছাড়া বগুড়ার কাহালু, ধুনট, শাজাহানপুর, সোনাতলা ও শিবগঞ্জ উপজেলা; নওগাঁর ধামইরহাট, মহাদেবপুর ও পত্নীতলা উপজেলা; সিরাজগঞ্জের সদর, উল্লাপাড়া, কাজিপুর ও রায়গঞ্জ উপজেলা; পাবনার সদর, আটঘরিয়া ও সাঁথিয়া; নাটোরের গুরুদাসপুর, বড়াইগ্রাম ও লালপুর...
Developed by BDITHOST