গোদাগাড়ী প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি ) সন্ধ্যা ৭ টার দিকে গোদাগাড়ী উপজেলা বিএনপি পার্টি অফিস চত্বরে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন গোদাগাড়ী পৌরসভার বিএনপির সভাপতি মজিবুর রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), গোদাগাড়ী উপজেলা শাখা ও কাঁকনহাট পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ আয়োজনে।
পথসভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সুলতানুল ইসলাম তারেক।
প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দীন বলেন, “ভোট হচ্ছে জনগণের সবচেয়ে বড় শক্তি। ভোটের মাধ্যমেই গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব। দীর্ঘদিন ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এই নির্বাচন জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।” তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মোঃ সুলতানুল ইসলাম তারেক বলেন, “বিএনপি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। গণতন্ত্র রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাঠে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জনগণের রায়ই বিজয়ী হবে। এজন্য নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকেও ভোট প্রদানে সচেতন হতে হবে। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
