নাচোল প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ২৩৭ প্রার্থীর তালিকায় চাঁপাইনবাবগঞ্জ-৪৪ (নাচোল,গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন সহ সম্পাদক, শিল্প বাণিজ্য বিষায়ক জাতীয় নির্বাহ কমেটি বিএনপি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো আমিনুল ইসলাম।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেন।
দলীয় সূত্র জানায়, দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূল পর্যায়ে সক্রিয়তা বিবেচনায় কেন্দ্রীয় বিএনপি এবার আলহাজ্ব মো আমিনুল ইসলামকে প্রার্থী করেছে। স্থানীয় রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা, কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং জনগণের আস্থা তাঁকে প্রার্থিতায় এগিয়ে রেখেছে।
মনোনয়ন ঘোষণার পর নাচোল,গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও সমর্থনের বার্তায় ভরে উঠেছে ফেসবুকের দেয়াল।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৪৪ আসনে বিএনপি প্রার্থী আলহাজ্ব মো আমিনুল ইসলাম ও জামায়াতে ইসলামী প্রার্থী মো মিজানুর -এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে ।
২০১৮ সালের জাতীয় নির্বাচনে আলহাজ্ব মো আমিনুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে নৌকা প্রতীকের প্রার্থী জিয়াউর রহমান কে পরাজিত করে সাংসদ সদস্য নির্বাচিত হয়। নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার সাধারণ মানুষ ধারণা করছে আওয়ামী লীগ নেতৃত্বের অনুপস্থিতিতে মাঠের রাজনীতির চিত্র এবার একেবারেই ভিন্ন রূপ ধারণ করতে পারে এবং আলহাজ্ব মো আমিনুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়ী হবে।

