নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। সকাল ৬:১৩। ৮ নভেম্বর, ২০২৫।

চারদফা দাবিতে রাজশাহীতে আইডিইবির বিক্ষোভ

জুলাই ২৩, ২০২৩ ৫:২২
Link Copied!

স্টাফ রিপোর্টার: চারদফা দাবি বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) রাজশাহী জেলা শাখা। রোববার দুপুরে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

এর আগে পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের রাজশাহী জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। সেখানেও তাদের চারদফা নিয়ে আলোচনা হয়।

চারদফা দাবি হলো- ২০০০ সাল থেকে চালু থাকা চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে তিন বছরে নামিয়ে আনার আত্মঘাতি সিদ্ধান্ত থেকে সরে আসা, বিএনবিসি ২০২০-এ সংযোজিত জনস্বার্থবিরোধী ধারা ও উপধারা সংশোধন করা; ডিপ্লোমা প্রকৌশলীদের বিশেষ ইনক্রিমেন্ট প্রদান, পদোন্নতির কোটা ৫০ শতাংশে উন্নীতকরণ, পেশাগত সমস্যার সমাধান, বেকারদের কর্মসংস্থান ও বেসরকারী চাকরিতে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের সমস্যা সমাধান করা এবং পলিটেকনিক ও কারিগারি শিক্ষার্থীদের সমস্যার সমাধান, শিক্ষকদের পদোন্নতি, স্টেপ শিক্ষকদের নিয়মিতকরণ এবং ছাত্র-ছাত্রীদের বৃত্তি ও ইন্ডাস্ট্রিয়াল প্রশিক্ষণ ভাতা বৃদ্ধি করা।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি প্রকৌশলী একেএমএ হামিদ। রাজশাহীর নির্বাহী কমিটির সভাপতি প্রকৌশলী মো. আমিনুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক কামরুজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সালাহ উদ্দীন আল ওয়াদুদ, সংগঠনের জেলা শাখার অর্থ সম্পাদক প্রকৌশলী আবু বাশির, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের জেলা শাখার সদস্য সচিব প্রকৌশলী মো. আয়াতুল্লাহ ও বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির রাজশাহী পলিটেকনিক শাখার সভাপতি এএসএম মাঞ্জারুল ইসলাম।

অনুষ্ঠানে ডিপ্লোমী প্রকৌশলী এবং ডিপ্লোমা প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।