নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ৮:২১। ২১ নভেম্বর, ২০২৫।

জমকালো আয়োজনে রাবি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি উদযাপন

নভেম্বর ২১, ২০২৫ ৮:০৭
Link Copied!

রাবি প্রতিনিধি : জমকালো আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব চারদশক পূর্তি উদযাপন করেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

এদিন সকাল সাড়ে ৯টায় প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। পরে প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে “জুলাই পরবর্তী বাংলাদেশের গণমাধ্যম: স্বাধীনতা, নৈতিকতা ও দায়বদ্ধতা” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মারুফ হোসেন মিশনের সঞ্চালনায় সভাপতি মনির হোসেন মাহিন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব আমার আবেগের জায়গা। নানা চড়াই-উতরাই পেরিয়ে প্রিয় সংগঠন আজ ৪০ বছরে পদার্পণ করেছে। চার দশক পূর্তি উপলক্ষে আমরা চেষ্টা করেছি জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করতে। আশা করছি, সামনের দিনগুলোতেও আমরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেব।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে তুলে ধরছে। তাদের চার দশক পূর্তিতে আমি অভিনন্দন জানাই। আশা করি, ভবিষ্যতেও তারা পেশাদারিত্ব বজায় রেখে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

র‌্যালি-পরবর্তী আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন মাহিনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) ড. মোহা. ফরিদ উদ্দীন খান ও রাবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুল হকসহ প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরা।

প্রসঙ্গত, ‘আমরা নির্ভীক সত্য লিখবোই’ স্লোগানে ১৯৮৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাত্রা শুরু করে রাবি প্রেসক্লাব। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি বিভিন্ন জাতীয় দিবস পালন, ক্যারিয়ারভিত্তিক কর্মশালা ও চিত্তবিনোদনের আয়োজন করে আসছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।