নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ২:২১। ২১ অক্টোবর, ২০২৫।

জুবায়েদ হত্যার প্রতিবাদে দুর্গাপুরে ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশ

অক্টোবর ২০, ২০২৫ ১০:৫৬
Link Copied!

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন হত্যার প্রতিবাদে রাজশাহীর দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলা সদরের মেডিকেল মোড়ে দুর্গাপুর ডিগ্রি কলেজ, ঝালুকা ডিগ্রি কলেজ ও ধরমপুর কলেজ ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এর আগে উপজেলা গেট থেকে বিক্ষোভ মিছিলটি সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন দুর্গাপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাগর আহম্মেদ। যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জামিউল ইসলাম লিওন ও ঝালুকা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক খালিদ হাসান বকুল।

বক্তব্য দেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য পারভেজ আহমেদ পলাশ, পৌর ছাত্রদলের সদস্য ফায়সাল আহমেদ শান্ত, ঝালুকা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাব্বি, ধরমপুর কলেজ ছাত্রদলের সভাপতি তাফসিরুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন দুর্গাপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জুবায়েদ হোসেন কাফি, সহ-সভাপতি মমিনুল ইসলাম তানভীর ও রনি ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ঝালুকা ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শিহাব হোসেন, সাংগঠনিক সম্পাদক মনজুর রহমান জয়, দাওকান্দি ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. শুভসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার নেতাকর্মীরা।

বক্তারা বলেন, “৫ আগস্টের পর ভেবেছিলাম দেশে নিরাপত্তা ফিরবে। কিন্তু একের পর এক ছাত্রদল নেতা-কর্মীকে হত্যা করা হচ্ছে। সর্বশেষ জুবায়েদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।