নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। রাত ৩:১৭। ১০ মে, ২০২৫।

টি-টোয়েন্টিতেও হারলো বাংলাদেশ

মে ১৭, ২০২৩ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: ওয়ানডেতে সিরিজ হারের পর একমাত্র টি-টোয়েন্টিতেও পাকিস্তানের অনুর্ধ্ব-১৯ দলের কাছে হারলো বাংলাদেশের যুবারা। আগে ব্যাট করে বাংলাদেশের দেওয়া ১৬০ রানের লক্ষে সহজেই পৌঁছে যায় পাকিস্তান। তাদের হাতে তখনও ছিল চারটি উইকেট আর ৫টি বল।

রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে বুধবার সকালে টসে জিতে বাংলাদেশকে ব্যাটে পাঠায় পাকিস্তান। শুরুটা ভালই করেছিলেন ওপেনার জিশান আলম। ১৫ বলে ৩২ রান করে ফেলেন জিশান। সঙ্গী মইনুল ইসলাম অবশ্য জ¦লে উঠতে পারেননি।

মইনুল ব্যাট করতে থাকেন ওয়ানডে মেজাজেই। এ দুজনের ৭২ রানের মধ্যে ৫২ রানই আসে জিশানের ব্যাট থেকে। ৩ নম্বরে ব্যাটিংয়ে নামা অধিনায়ক আহরার আমিন ১০ বলে করেন ২০ রান। এরপর আরিফুল ইসলাম ২৫ বলে ৩০ আর আশিকুর ১২ বলে ১৮ রান করেন। সবমিলিয়ে সংগ্রহ হয় ১৫৯ রান। ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে শাহজাইব খান আউট হলে একটু চাপেই পড়ে পাকিস্তান। তবে শামিল হুসেইন ও অধিনায়ক মির্জা সাদ পরিস্থিতি সামাল দেন।

মির্জা সাদ ১৬ বলে ২৪ রান করে আউট হন। তবে ফিফটি তুলে নেন ওপেনার শামিল। ৪৯ বলে করেন ৬৭ রান। আরাফাত আহমেদ ২২ বলে করেন ৪১ রান। তখনই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। এ দিন মাঠে বাংলাদেশের ফিল্ডিং ব্যার্থতাও ছিল চোখে পড়ার মতো।

এক যুগেরও বেশি সময় পর রাজশাহীর মাঠে এবার আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হলো। পাকিস্তানের সঙ্গে চার ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি হয় চট্টগ্রামে। সেখানে বাংলাদেশ টানা দুই ম্যাচ হারের পর রাজশাহীতে এসে জয় পায়। তবে শেষ ম্যাচটা হেরে যায় তারা। এরপর বুধবার একমাত্র টি-টোয়েন্টিতেও স্বাগতিকদের হারিয়ে দিল সফরকারীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।