নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ৯:১৩। ৩০ অক্টোবর, ২০২৫।

ডট বল কমানোর উপায় খুঁজছে বাংলাদেশ

অক্টোবর ৩০, ২০২৫ ২:৪০
Link Copied!

অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিটি বলই গুরুত্বপূর্ণ। ১২০ বলের এই সংস্করণে ব্যাটারদের ডট বল খেলাটা রীতিমতো অন্যায়ের পর্যায়ে পড়ে! অথচ বাংলাদেশি ব্যাটাররা এই ডট বলের সংখ্যা কিছুতেই কমাতে পারছেন না। যার খেসারত দিতে হচ্ছে দলকে। বোলাররা অল্প রানে প্রতিপক্ষকে আটকে রাখলেও ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হারতে হচ্ছে।

গতকাল চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করে বাংলাদেশ। ১৪ রানে হারের দিনেও প্রচুর ডট বল খেলেছেন ব্যাটাররা।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তানজিদ তামিম বলেন, ‘এই জায়গাটা যদি আমরা একটু ডট বলগুলো কমাতে পারতাম, তাহলে হয়তো আমাদের চাপটা একটু কম হতো। কিন্তু হয় নাই। এটা আমাদের খুঁজে বের করতে হবে যে, কীভাবে ডট বল আরও কম করে খেলাটাকে আগে নিয়ে যাওয়া যায়।’

‘হয়তো আমাদের জন্য একটা খারাপ সময় যাচ্ছে। আমরা ধারাবাহিকভাবে ওইভাবে ব্যাটসম্যানরা তৈরি করতে পারছি না। আমাদের খুঁজে বের করতে হবে, আমরা কীভাবে ধারাবাহিক হতে পারি এবং কীভাবে এই মাঝের ওভারগুলোতে আরও ডট বলের সংখ্যা কমিয়ে খেলাটাকে বড় করতে পারি। এটাই আমাদের সবাই মিলে খুঁজে বের করতে হবে।’-যোগ করেন তিনি।

নিজে ফিফটি করলেও ম্যাচ হারায় হতাশ তামিম। তিনি বলেন, ‘আসলে ম্যাচ না জেতায় কিছুর ভ্যালু থাকে না। উইকেট যেমন ছিল সেট ব্যাটারদেরই শেষ করতে হয় এখানে। একটু স্কিডি ছিল, আসছিল না ব্যাটে। নতুন ব্যাটারদের জন্য এই উইকেট একটু কঠিন যেয়েই হিটিং করার। আমার কাছে মনে হয় আমি যদি শেষ পর্যন্ত থাকতে পারতাম ম্যাচটা বের হয়ে যেতো।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।