নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১০:২৪। ১৯ নভেম্বর, ২০২৫।

তানোরে আমন কাটা মাড়াই শুরু, আমণের বাম্পার ফলনের সম্ভাবনা

নভেম্বর ১৯, ২০২৫ ৯:০৯
Link Copied!

মোঃ মমিনুল ইসলাম মুন : রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের কৃষিনির্ভর তানোর উপজেলা জুড়ে এবারের আমণ মৌসুমে বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলার সর্বত্র এখন শোভা পাচ্ছে পাকা ধানের সোনালি আভা। মাঠের পর মাঠ, গ্রামের পর গ্রাম জুড়ে দোল খাচ্ছে কৃষকের হাজারো স্বপ্নের শীষ। অনেক স্থানে ধান কাটা-মাড়াই ইতোমধ্যেই পুরোদমে শুরু হয়েছে।

কৃষকরা জানান, শুরুতে বৃষ্টির অভাব ও সারের সিন্ডিকেটের কারণে চাষাবাদে বেশ ভোগান্তিতে পড়তে হয়। তবে রোপণের পরপরই অনুকূল আবহাওয়া ও সময়োপযোগী বৃষ্টিপাত হওয়ায় রোগ-বালাইয়ের আক্রমণ তুলনামূলক কম দেখা গেছে। এতে কৃষকদের মনে নতুন আশা জেগেছে। যদিও ধানের বাজারমূল্য কম হওয়ায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন। ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে তানোর উপজেলায় আমণের লক্ষ্যমাত্রা ছিল ২৪ হাজার ৬৩৫ হেক্টর। এর মধ্যে হাইব্রিড জাত ২৮ হেক্টর, উফশী ২৩ হাজার ১১৭ হেক্টর এবং স্থানীয় জাতের চাষ হয়েছে ৫৫০ হেক্টর। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার ২৯৮ মেট্রিক টন চাল। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় ধান কাটার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

উপজেলার স্বর্ণপদক প্রাপ্ত স্বশিক্ষিত কৃষি বিজ্ঞানী নুর মোহাম্মদ বলেন, রোপণের শুরুতে কৃষকদের বৃষ্টির পানি নিয়ে দুর্ভোগে পড়তে হয়েছিল। তবে রোপণের পর আবহাওয়ার সহায়তায় রোগ-বালাই কম হওয়ায় মোট ফলন বেশ ভালো হবে বলে আশা করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ জানান, রোপণের সময় কিছুটা বৃষ্টি না থাকায় দেরি হলেও পরে প্রচুর উপকারী বৃষ্টি হয়েছে। মাঠে রোগ-বালাই প্রায় নেই বললেই চলে। যেসব জমিতে সমস্যা দেখা গেছে, সেখানে তাৎক্ষণিক পরামর্শ প্রদান এবং অভিযোগের দ্রুত নিষ্পত্তি করা হয়েছে। হেক্টরপ্রতি ৮ দশমিক ৫০ মেট্রিক টন ফলনের লক্ষ্য ধরা হলেও এটি আরও বাড়বে বলে আশা করা যাচ্ছে।

তিনি আরও জানান, উপজেলায় আমণের চাহিদা প্রায় ৩০৫ মেট্রিক টন, ফলে উদ্বৃত্ত থাকবে প্রায় ৫৬ হাজার ৬৭৫ মেট্রিক টন চাল। সরকারি সুবিধা হিসেবে বিভিন্ন ইউনিয়নে বীজ ও সার সরবরাহ করা হয়েছে, যা লক্ষ্যমাত্রা অর্জনে বড় ভূমিকা রেখেছে।

কৃষকদের আশা শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে এবার তানোরে আমণের বাম্পার ফলন হবে। ইতোমধ্যেই কাটা-মাড়াই পুরোদমে শুরু হওয়ায় কৃষি প্রান্তরে উৎসবের আমেজ বইছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।