নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। সকাল ৬:২৮। ২৮ জানুয়ারি, ২০২৬।

তারেক রহমানের আগমন উপলক্ষে নগরীর ৩ নং ওয়ার্ডে প্রচার মিছিল

জানুয়ারি ২৭, ২০২৬ ৯:৩৮
Link Copied!

স্টাফ রিপোর্টার : মঙ্গলবার (২৭ জানুয়ারী) বিকাল সাড়ে ৪ টায় বহরপুর মোড় হতে ৩ ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রতিক্ষণ করে । তারেক রহমানের আগমন উপলক্ষে পথসভা ও প্রচার মিছিলের নেতৃত্ব দেন রাজপাড়া থানা‌ বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান ।

এসময় উপস্থিত ছিলেন রাজপাড়া থানা যুবদল নেতা মো. হাশেম শেখ,এস এম খাইরুল বাশার মিলন, ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি মো: মাইনুল ইসলাম, মহানগর শাখা সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক বিদ্যুৎ, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ খোকন, যুবদল নেতা মোহাম্মদ বাবু, মোহাম্মদ রয়েল, রাজপাড়া থানা স্বেচ্ছাসেবক দল সাবেক সদস্য মোঃ শান্ত, রাজপাড়া থানা যুবদলের সাবেক সদস্য মোহাম্মদ হীরা।

আরও পড়ুনঃ  উৎসবমুখর পরিবেশে বাগমারার আউচপাড়া ইউনিয়নে ডা. আব্দুল বারীর নির্বাচনী গণসংযোগ

আরো উপস্থিত ছিলেন তিন নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মোঃ জাহাঙ্গীর , মোহাম্মদ জার্মান. আবুল হাশেম, মিলন, খোকন। এছাড়া মহিলা দলের সাবেক সভাপতি মিনু আরা মিনু, পারুল, লিজা, রিনা, ৩ নম্বর ওয়ার্ড রাজপাড়া থানাসহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মান্দায় জামাতের নির্বাচনীয় জনসভা অনুষ্ঠিত, দাঁড়িপাল্লার জনস্রোত

এ সময় বিএনপি রাজপাড়া থানা সভাপতি মিজানুর রহমান মিজান বলেন, দীর্ঘ ১৭ বছর অপেক্ষার পর দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের আগমনকে ঘিরে রাজশাহী সমাবেশ নিয়ে আমরা অধির আগ্রহে অপেক্ষা করছি। উক্ত সমাবেশকে সফল করতে এবং তারেক রহমানকে বরণ করে নিতে ৩ নাম্বার ওয়ার্ডের মানুষ প্রস্তুত রয়েছে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে ও ধানের শীষ মার্কাকে বিজয়ী করতে বিএনপিসহ সকলে ঐকবদ্ধ হয়ে কাজ করে যাব।

আরও পড়ুনঃ  আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।