নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ২:৩৬। ৩ সেপ্টেম্বর, ২০২৫।

তাহেরপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২, ২০২৫ ৯:২৩
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর বিএনপির উদ্যোগে মঙ্গলবার (২সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বিকেলে তাহেরপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর হতে পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আবু নঈম সামছুর রহমান মিন্টু এর নেতৃত্বে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে তাহেরপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হরিতলা মোড়ে এক পথসভায় মিলিত হয়।
তাহেরপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক কাইজার মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র আবু নঈম সামছুর রহমান মিন্টু। পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল আলিম বাবুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাগাতী, ওয়ার্ড বিএনপি সভাপতি ইসমাইল হোসেন, রহিদুল ইসলাম, পৌর যুবদল আহ্বায়ক রফিকুল ইসলাম, যুবনেতা নাসিম রেজা সুজন, স্বেচ্ছাবেক দলের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, কৃষক দলের আহ্বায়ক আলাল হোসেন, ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা, কলেজ সভাপতি ওহাব সরদার প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতাদের মধ্যে আব্দুর রউফ হিটলার, জহুরুল ইসলাম খোকন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান বকুল সরদার, সালাম পারভেজ, যুবদল নেতা মোশারফ হোসেন রতন, মামুনুর রশিদ মামুন প্রমূখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।