নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। সন্ধ্যা ৬:১৭। ৮ জুলাই, ২০২৫।

দিনাজপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন পুনরায় শুরু

মে ২৩, ২০২৫ ৭:৪৪
Link Copied!

অনলাইন ডেস্ক : জেলার পার্বতীপুর উপজেলায় অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে দু’দিন বন্ধ থাকার পর ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একনম্বর ইউনিটে আজ পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

আজ শুক্রবার দুপুর ১২ টা থেকে একনম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার পর দুপুর ২ টা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক।

আরও পড়ুনঃ  নারী ও শিশুর প্রতি নির্যাতন বন্ধে সুষ্ঠু কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছি : উপদেষ্টা শারমীন এস মুরশিদ

গত ২১ মে রাত একটায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের বয়লারের টিউব লিক হলে ১২৫ মেগাওয়াটের এক নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। দু’দিন বন্ধ থাকার পর মেরামত শেষে আজ শুক্রবার দুপুর ১২ টা থেকে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের, সেই দিন শেষ : নাহিদ ইসলাম

প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, মেরামত শেষে আজ শুক্রবার দুপুর ১২ টা থেকে এক নম্বর ইউনিটটির বয়লারে ফায়ারিং শুরু করা হয়। শুক্রবার দুপুর দু’টা থেকে বিদ্যুৎকেন্দ্রের এক নম্বর ইউনিটটির উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৩টি ইউনিট রয়েছে। এক নম্বর ও দুই নম্বর ইউনিটটি ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা সম্পন্ন এবং তিন নম্বর ইউনিটটি ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা সম্পন্ন।-বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।