নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১০:২০। ২১ অক্টোবর, ২০২৫।

দুর্গাপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর

অক্টোবর ২১, ২০২৫ ৭:১৫
Link Copied!

মসিউর রহমান, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র এক ওয়ার্ড শাখা কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটে সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পালশা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে মনোনয়ন প্রত্যাশী লন্ডন প্রবাসী ব্যারিস্টার রেজাউল করিমের অনুসারীরা স্থানীয় বিএনপি নেতা আব্দুল মান্নানের নেতৃত্বে এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

এর আগে সোমবার বিকেলে পালশা বিদ্যালয় মাঠে ব্যারিস্টার রেজাউল করিমের অনুসারীদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রহিদুল ইসলাম বলেন, ব্যারিস্টার রেজাউল করিমের বাবা আজগর আলী বিগত সরকার আমলে আওয়ামী লীগে যোগ দেন। তিনি বিএনপির সাবেক নেতা হলেও এখন আর দলে সক্রিয় নন। সোমবারের দোয়া মাহফিলের জন্য স্থানীয় নেতাদের সহযোগিতা চাইলেও অনেকে রাজি হননি। এ কারণে ক্ষুব্ধ হয়ে সভা শেষে অফিসে হামলা চালানো হয়।

তিনি আরও বলেন, আব্দুল মান্নান নামে স্থানীয় এক নেতা ভাঙচুরের নেতৃত্ব দেন। হামলাকারীরা অফিসের চেয়ার-টেবিল ও নেতাদের ছবি ভাঙচুর করেছে।

তবে অভিযোগ অস্বীকার করে সাবেক ছাত্রদল নেতা আব্দুল মান্নান বলেন, আমরা প্রোগ্রাম শেষ করে ডেকোরেটরের সামগ্রী ওই অফিসে রেখে চলে এসেছি। এরপর যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে, তারাই নিজেদের মধ্যে বিরোধ মেটাতে অফিসে হামলা চালায়। এখন আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।

তিনি দাবি করেন, নবগঠিত ইউনিয়ন বিএনপির বিতর্কিত কমিটির লোকজন এ ঘটনা ঘটিয়েছে। অনেক প্রত্যক্ষদর্শী আছে যারা হামলার সময় উপস্থিত ছিলেন। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।

এ বিষয়ে মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার রেজাউল করিম ও তাঁর পিতা আজগর আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন বলেন, গতকাল এমপি প্রার্থী রেজাউলের একটি প্রোগ্রাম ছিল। তারা প্রোগ্রাম শেষ করে যাওয়ার পরে দলীয় ওয়ার্ড শাখা কার্যালয়ে কয়েকজন হামলা চালিয়েছে বলে শুনেছি।

ঘটনার সঙ্গে কারা জড়িত, জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় কিছু বিএনপি ও আওয়ামী লীগের লোকজন হামলায় অংশ নিয়েছে, যতটুকু তথ্য পেয়েছি।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।