নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। বিকাল ৫:৩২। ১১ নভেম্বর, ২০২৫।

নগরীতে ৭ জুয়াড়ি গ্রেফতার

সেপ্টেম্বর ৪, ২০২৩ ১০:৫৫
Link Copied!

স্টাফ রিপোর্টার : নগরীর এয়ারপোর্ট থানার বায়ারহাট এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ  ৭ জুয়াড়িকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার দিবাগত রাত ৯ টার দিকে এয়ারপোর্ট থানার বায়ারহাট বাজারের বায়ারহাট ভাই ভাই ট্রাক ড্রাইভার বহুমুখী সমবায় সমিতির কার্যালয় থেকে আসামীদের গ্রেফতার করা হয়।

আসামিরা হলেন, রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার বালিয়াডাঙ্গার আ. রহমানের ছেলে মো. সাদেক আলী (৪৫), মো. হাবিবুর রহমানের ছেলে মো. আলাউদ্দিন (২৪), মৃত নজরুল ইসলামের ছেলে মো. সাকোয়াত হোসেন (৩৩), মো. সোহরাব হোসেনের ছেলে মো. জসিম উদ্দিন (৪৫), একই থানার বায়াপাড়ার মো. সাজাহান আলীর ছেলে মো. জুয়েল রানা (২৮), মৃত কামাল হোসেনের ছেলে মো. সুমন আলী (৪০) ও মৃত বেনু সরকারের ছেলে মো: কিরন আলী (২৬)।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় জুয়া আইনে মামলা করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।