নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১২:১২। ১৮ জানুয়ারি, ২০২৬।

নতুন পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের ধৈর্য ধরার আহ্বান অর্থ উপদেষ্টার

জানুয়ারি ১৭, ২০২৬ ৯:৫৮
Link Copied!

নাটোর প্রতিনিধি : নতুন বেতন স্কেল (পে-স্কেল) ঘোষণা ও তা বাস্তবায়নের বিষয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, পে-স্কেল সংক্রান্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর তা বাস্তবায়নে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  পোস্টাল ব্যালট নিয়ে সিইসির কাছে উদ্বেগ জানাল বিএনপি

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, `পে-স্কেল নিয়ে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সুপারিশ অনুযায়ী সরকার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। তাই এ বিষয়ে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে।’

আসন্ন গণভোট প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, গণভোটে সাধারণ মানুষের ইচ্ছার প্রকৃত প্রতিফলন ঘটবে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ‘আমি নিজেও বিভিন্ন জেলায় গিয়ে গণভোটের গুরুত্ব তুলে ধরছি। এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে গণমাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’

আরও পড়ুনঃ  জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী নারী প্রার্থীদের সাথে উপদেষ্টা শারমীন এস মুরশিদের মতবিনিময় সভা

পরিদর্শনকালে অর্থ উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন– মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান।

আরও পড়ুনঃ  গণভোটের প্রচারে রাজশাহী অঞ্চলে আসছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা

এ সময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশিদ, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব ও গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।