নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। সন্ধ্যা ৬:১৫। ২৯ অক্টোবর, ২০২৫।

নিখোঁজের তিনদিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

অক্টোবর ২৯, ২০২৫ ৩:১৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে আম বাগান থেকে মাসুদা পারভীন ইভা (১৭) নামে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে নগরীর মৌলভী বুধপাড়ার একটি আম বাগান থেকে মাসুদার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায় পুলিশ।

নিহত ইভা নগরীর মেহেরচন্ডী পূর্বপাড়ার ইকবাল হোসেনের মেয়ে। এছাড়া তিনি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার কানপাড়া এলাকার দুর্জয়ের স্ত্রী। ইভা তিনদিন ধরে নিখোঁজ ছিলেন। তবে ওই গৃহবধূর স্বামী মো. দুর্জয়ের কোনো খোঁজ পাচ্ছে না পুলিশ। দুর্জয় স্ত্রী ইভাকে নিয়ে তিনি রাজশাহী নগরীর দায়রাপাক এলাকায় ভাড়া থাকতেন।

মতিহার থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক জানান, ইভার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে হত্যা করা হয়েছে। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয়রা লাশটি দেখতে পান। পরে পুলিশে খবর দিলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

ওসি জানান, ইভার স্বামী দুর্জয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা থাকতে পারে। বিষয়টির তদন্ত চলছে। এ নিয়ে থানায় একটি মামলা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।