নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ৩:১৩। ১৫ অক্টোবর, ২০২৫।

নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে পারেন অন্তত ৫% নারী প্রার্থী: সেলিমা রহমান

অক্টোবর ১৪, ২০২৫ ১১:৩৩
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারীদের সরাসরি দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ইতিবাচক অবস্থানে রয়েছে। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান জানিয়েছেন, নির্বাচনে কমপক্ষে ৫ শতাংশ নারী প্রার্থী দলীয় টিকিট পেতে পারেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) খুলনা প্রেসক্লাবে ‘নারী ও শিশু অধিকার ফোরাম’-এর আয়োজনে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুনঃ  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপিত

সেলিমা রহমান বলেন, “ভবিষ্যতে এই হার আরও বাড়ানো হতে পারে। নারীরা যাতে রাজনৈতিকভাবে শক্ত অবস্থান তৈরি করতে পারেন, সেজন্য দলীয়ভাবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি বলেন, “নারী শিক্ষা ও কর্মসংস্থানের অগ্রযাত্রা শুরু হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। এখন তারেক রহমানের নেতৃত্বে নতুন করে নারী জাগরণের সূচনা হচ্ছে।”

আরও পড়ুনঃ  মার্কিন সেনাবাহিনীকে বিস্ফোরক সরবরাহ করা কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

সভায় নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুন রায় চৌধুরী বলেন, “বিএনপি যোগ্য নারী প্রার্থীদের মনোনয়ন দেবে। আমরা দীর্ঘদিন ধরে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে কাজ করছি।”

বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, “নারী উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। বিএনপি সবসময় নারী অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রেখেছে।”

আরও পড়ুনঃ  অধিকার সচেতন নাগরিকই ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল শক্তি

বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “দল চায় নারীদের জন্য একটি নিরাপদ, সম্মানজনক ও সমৃদ্ধ ভবিষ্যৎ। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে নারীদের অগ্রাধিকার দেবে বিএনপি।”-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।